বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: এক বছরেরও কম সময় দায়িত্ব পালনের পর পদত্যাগ করলেন ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শেখ মোহাম্মদ মারুফ। গত বৃহস্পতিবার ব্যাংকের বোর্ডে তিনি পদত্যাগপত্র জমা দেন। গত বছরের অক্টোবর মাসে তিনি ঢাকা ব্যাংকের এমডি হিসেবে যোগ দেন। এর আগে তিনি সিটি ব্যাংকের অতিরিক্ত এমডি ছিলেন।
ব্যাংকের একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, সরকার পরিবর্তনের পর ঢাকা ব্যাংকের কয়েকজন সাবেক ও বর্তমান পরিচালক হঠাৎ সক্রিয় হয়ে ওঠেন এবং নিয়মিতভাবে কার্যালয়ে আসা-যাওয়া শুরু করেন। এতে ব্যাংকের ভেতরে টানাপোড়েন তৈরি হয় এবং চাপের মুখে এমডিকে পদত্যাগ করতে হয়েছে।
যদিও সরাসরি যোগাযোগের চেষ্টা করা হলেও শেখ মোহাম্মদ মারুফ তার মোবাইল ফোন ধরেননি। ফলে তার ব্যক্তিগত বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকার বলেন, “আমাদের সঙ্গে কোনো সমস্যা হয়নি। বাংলাদেশ ব্যাংকের বেশ কিছু নিয়ম পরিপালন করতে তিনি ব্যর্থ হয়েছেন। তাঁর পদত্যাগপত্র আমরা পেয়েছি। সোমবারের বোর্ড সভায় তাঁর বিষয়ে সিদ্ধান্ত হবে।”
শুধু ঢাকা ব্যাংকেই নয়, চলতি মাসের শুরুতে টানা এক সপ্তাহের মধ্যে আরও তিন ব্যাংকের শীর্ষ নির্বাহী পদত্যাগ করেছেন। এর মধ্যে সাউথইস্ট ব্যাংকের এমডিকে আগে থেকেই ছুটিতে পাঠানো হয়েছিল, আর মেঘনা ও কমার্স ব্যাংকের এমডিরা হঠাৎ সরে দাঁড়ান।
বর্তমান রাজনৈতিক পরিবর্তনের পর ব্যাংক খাতে অনিশ্চয়তা ও অস্থিরতা বেড়ে গেছে। নিয়মনীতি পরিপালন, তারল্য সংকট, পরিচালনা পর্ষদে প্রভাব বিস্তার এবং অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে একের পর এক এমডি পদত্যাগ করছেন বলে খাত সংশ্লিষ্টরা মনে করছেন।