বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: উত্তরার দিয়াবাড়িতে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার পর আহতদের উদ্ধারের পাশাপাশি নিখোঁজ শিক্ষার্থীদের খোঁজে আতঙ্ক ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন অভিভাবক ও স্বজনেরা। ঘটনাস্থল ঘিরে এখনো ভিড় করছেন শত শত মানুষ। এর মধ্যেই দুই শিশুর সন্ধানে এগিয়ে এসেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী তমা মির্জা।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একাধিক পোস্টে তিনি দুই শিশুর পরিচয় শনাক্তে সাধারণ মানুষের সহযোগিতা চেয়েছেন। তার শেয়ার করা তথ্য অনুযায়ী, উভয় শিশুই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বাংলা মাধ্যম শাখার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।
তমা মির্জার এক পোস্টে বলা হয়েছে, “এই বাচ্চাটা কে, কেউ চিনলে জানাবেন প্লিজ। ও আমার স্কুল ফ্রেন্ডের ভাইয়ের অফিসে আছে। সেফ আছে, তবে ও নিজের ঠিকানা বা পরিচয় কিছুই বলতে পারছে না। কেউ চিনতে পারলে হাবিব ভাইয়ের সঙ্গে যোগাযোগ করুন।”
এই শিশুটির নাম মোছা. আসমাউল হুসনা জায়রা।
আরেকটি পোস্টে তিনি লেখেন, “এই শিশুটিকে কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতাল থেকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে আনা হচ্ছে। এখনো কোনো অভিভাবকের খোঁজ মেলেনি। কেউ যদি চিনে থাকেন, তাহলে দয়া করে ০১৮১১৬৯৬০৩৩ নম্বরে যোগাযোগ করুন।”
এই শিশুর নাম মো. জুনায়েত হাসান, এবং তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
ঘটনার পরপরই আতঙ্ক ছড়িয়ে পড়ে স্কুল প্রাঙ্গণে। অনেক শিক্ষার্থী দ্রুত উদ্ধার করে অভিভাবকদের কাছে হস্তান্তর করা হলেও এখনো কিছু শিশু তাদের পরিবার থেকে বিচ্ছিন্ন অবস্থায় আছে। কেউ কেউ অচেতন বা হতভম্ব হওয়ায় নিজের নাম, শ্রেণি বা ঠিকানাও বলতে পারছে না।
প্রত্যক্ষদর্শীরা জানান, শিক্ষাপ্রতিষ্ঠানটিতে দুপুরে ছুটির পর শিক্ষার্থীরা গেটে দাঁড়িয়েছিল। ঠিক সে সময় আকাশ থেকে ভয়াবহ গর্জনের সঙ্গে একটি যুদ্ধবিমান ছুটে এসে ভবনের ওপর আছড়ে পড়ে। মুহূর্তেই ছড়িয়ে পড়ে আগুন, ছুটে আসে ধোঁয়া। অনেকে তখন প্রাণ বাঁচাতে স্কুলের ভিতরেই আশ্রয় নেয়। অনেক অভিভাবক ছুটে গিয়ে সন্তানদের খুঁজে ফিরছিলেন স্কুলের প্রতিটি কক্ষ, সিঁড়ি ও করিডোরে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, এখনো কিছু শিক্ষার্থী ও স্টাফকে চিহ্নিত করা যায়নি। উদ্ধার অভিযানে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও পুলিশ একযোগে কাজ করছে।