Home জাতীয় তরুণ প্রজন্ম শেষ রক্তবিন্দু দিয়ে হলেও হাসিনার ফাঁসি নিশ্চিত করবে: হাসনাত

তরুণ প্রজন্ম শেষ রক্তবিন্দু দিয়ে হলেও হাসিনার ফাঁসি নিশ্চিত করবে: হাসনাত

হাসনাত আবদুল্লাহ। ছবি: সংগৃহীত

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসমাবেশে শনিবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ করে বলেন, “আমরা আপনাকে ক্ষমতায় বসিয়েছি, এটা ভুলে যাবেন না।”

সমাবেশে তিনি বলেন, “ড. ইউনূস বলেছেন, আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে কি না, সেটি নাকি তাদের বিষয়। কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছি—এই ভূখণ্ডে আওয়ামী লীগের পুনর্বাসন হবে না।”

আওয়ামী লীগের বিরুদ্ধে তীব্র ভাষায় সমালোচনা করে হাসনাত দাবি করেন, “আওয়ামী লীগ এখন রাজনৈতিক দল নয়, একটি সন্ত্রাসী সংগঠন। একাত্তরের পর থেকে তারা গণতন্ত্র ও মানবাধিকার হরণ করেছে।”

তিনি আরও বলেন, “এই তরুণ প্রজন্ম শেষ রক্তবিন্দু দিয়ে হলেও হাসিনার ফাঁসি নিশ্চিত করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে।”

সমাবেশে হেফাজতের আমির মুহিব্বুল্লাহ বাবুনগরী ছাড়াও দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন এবং বক্তৃতা করেন।