শিপিং ডেস্ক:
পশ্চিমবঙ্গের সবচেয়ে উচ্চাকাঙ্ক্ষী পরিকাঠামো প্রকল্পগুলির অন্যতম তাজপুর গভীর সমুদ্রবন্দর নিয়ে নতুন করে আশার আলো দেখা যাচ্ছে। আদানি গোষ্ঠীর সঙ্গে পূর্ব নির্ধারিত চুক্তি বাতিলের পর এবার রাজ্য সরকার নতুন করে আন্তর্জাতিক টেন্ডার আহ্বানের প্রস্তুতি নিচ্ছে। এই টেন্ডারে আগ্রহ দেখিয়েছে ডিপি ওয়ার্ল্ড, জেএসডব্লিউ ইনফ্রাস্ট্রাকচার, সিঙ্গাপুর পোর্ট অথরিটি-সহ একাধিক বড় সংস্থা।
কেন বাতিল হল আদানিদের চুক্তি?
২০২২ সালে রাজ্য সরকার ‘লেটার অব ইনটেন্ট’ দিয়েছিল আদানি পোর্টস অ্যান্ড স্পেশাল ইকোনমিক জোনকে। প্রায় ২৫ হাজার কোটি টাকা ব্যয়ে বন্দর নির্মাণে আগ্রহ দেখিয়েছিল সংস্থাটি। তবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র, প্রতিরক্ষা, পররাষ্ট্র ও বন্দর মন্ত্রণালয়ের কাছ থেকে প্রয়োজনীয় ছাড়পত্র না পাওয়ায় এই চুক্তি দীর্ঘদিন ঝুলে ছিল। শুধু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছ থেকে শর্তসাপেক্ষে অনুমোদন মিললেও বাকি দপ্তরগুলোর থেকে সবুজ সঙ্কেত না মেলায় রাজ্য সরকার প্রকল্পটি নিয়ে এগোতে পারেনি। চুক্তি বাতিল করে নতুন টেন্ডারের পথে হাঁটল রাজ্য।
নতুন টেন্ডারে কারা অংশ নিচ্ছে?
সরকারি সূত্রে খবর, খুব শিগগিরই নতুন টেন্ডার ডাকা হবে এবং এতে আন্তর্জাতিক স্তরের একাধিক বন্দর পরিচালনাকারী সংস্থা অংশ নিতে আগ্রহ প্রকাশ করেছে। তাদের মধ্যে রয়েছে—
ডিপি ওয়ার্ল্ড (দুবাই ভিত্তিক বিশ্বখ্যাত বন্দর সংস্থা)
জেএসডব্লিউ ইনফ্রাস্ট্রাকচার
পোর্ট অব সিঙ্গাপুর অথরিটি
আগেও জেএসডব্লিউ সংস্থা এই প্রকল্পে আগ্রহ দেখিয়েছিল, এবং এবারেও তারা প্রস্তুত রয়েছে বলে ইঙ্গিত দিয়েছে।
প্রকল্পের গুরুত্ব কতটা?
তাজপুর বন্দর কলকাতা থেকে প্রায় ১৭০ কিলোমিটার দূরে অবস্থিত। এই গভীর সমুদ্রবন্দর চালু হলে প্রায় ২৫,০০০ মানুষের সরাসরি কর্মসংস্থান তৈরি হবে। পরোক্ষভাবে আরও কয়েক হাজার কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। ডানকুনি মালবাহী করিডর ও উত্তরবঙ্গের সঙ্গে সংযুক্ত হলে এই বন্দর ভারতের পূর্বাঞ্চলে একটি গুরুত্বপূর্ণ লজিস্টিক হাব হয়ে উঠবে বলে মনে করছেন অর্থনীতিবিদরা।
কী বলছে শিল্পমহল?
বিশেষজ্ঞদের মতে, প্রকল্পটি বাস্তবায়িত হলে পশ্চিমবঙ্গের রপ্তানি ও আমদানি শিল্পে নতুন গতি আসবে। পাশাপাশি রাজ্যের অর্থনৈতিক পরিকাঠামো মজবুত হবে। তবে কেন্দ্রীয় সরকারের অনুমোদন এবং টেন্ডার প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়া এই দুটি বিষয় নির্ধারণ করবে প্রকল্পের ভবিষ্যৎ।
🔹 আপনার মতামত আমাদের জানাতে ভুলবেন না:
👍 লাইক ও শেয়ার করুন: প্রতিবেদনটি গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করুন বন্ধুদের সঙ্গে।
📲 আরও আপডেট পেতে চোখ রাখুন:
বিজনেসটুডে২৪.কম