Home জাতীয় এনবিআরের প্রথম সচিব তানজিনা রইস বরখাস্ত

এনবিআরের প্রথম সচিব তানজিনা রইস বরখাস্ত

তানজিনা রইস
বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রথম সচিব তানজিনা রইসকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিনি ছুটি শেষে কর্মস্থলে না ফেরায় এবং বারবার নোটিশের পরও যথাযথ ব্যাখ্যা দিতে ব্যর্থ হওয়ায় তার বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ আনা হয়েছে।

বৃহস্পতিবার এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমানের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই আদেশ জারি হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, তানজিনা রইসের বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর ৩(খ) এবং ৩(গ) ধারায় ‘অসদাচরণ’ ও ‘পলায়ন’-এর অভিযোগ আনা হয়েছে।

এনবিআর সূত্র জানিয়েছে, প্রথম সচিব তানজিনা রইস ছুটি নিয়ে অস্ট্রেলিয়ায় যান। নির্ধারিত সময় শেষে কর্মস্থলে না ফিরেই তিনি বিদেশে অবস্থান করে যাচ্ছেন। তাকে একাধিকবার মেইলের মাধ্যমে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হলেও তাতে তিনি সন্তোষজনক বা গ্রহণযোগ্য কোনো জবাব দেননি।

এ প্রেক্ষিতে এনবিআর চেয়ারম্যানের স্বাক্ষরিত আদেশে বলা হয়, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর ১২(১) বিধি অনুযায়ী জনস্বার্থে তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন সময়ে তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন।

সরকারি চাকরিতে ‘পলায়ন’ একটি গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হয়। বিশেষ করে যখন একজন কর্মকর্তা বিদেশে অবস্থান করে কর্মস্থলে অনুপস্থিত থাকেন এবং বারবার ডাকা সত্ত্বেও ফিরে না আসেন, তখন তার বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়।

তানজিনা রইস বর্তমানে কোথায় অবস্থান করছেন, সে বিষয়ে এনবিআরের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে বলে জানানো হয়েছে। বিভাগীয় ব্যবস্থা অনুযায়ী, পরবর্তী পর্যায়ে তার বিরুদ্ধে স্থায়ী বরখাস্ত বা অন্য যেকোনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হতে পারে।