Home পরিবেশ তামাক কোম্পানির ‘সিএসআর’ নিষিদ্ধ

তামাক কোম্পানির ‘সিএসআর’ নিষিদ্ধ

তামাক পণ্যের প্যাকেটে সচিত্র সতর্কবার্তা এখন ৭৫ শতাংশ

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: জনসাধারণকে ধূমপানে নিরুৎসাহিত করতে তামাকজাত দ্রব্যের প্যাকেটের অবয়বে আমূল পরিবর্তনের নির্দেশ দিয়েছে সরকার। তামাক নিয়ন্ত্রণ আইনের নতুন সংশোধনী অনুযায়ী, এখন থেকে সিগারেট, বিড়ি বা জর্দার প্যাকেটের উভয় পাশের মূল তলের অন্তত ৭৫ শতাংশ জায়গা জুড়ে তামাকের কারণে সৃষ্ট ক্ষতি সম্পর্কিত রঙিন ছবি ও স্বাস্থ্য সতর্কবার্তা মুদ্রণ করা বাধ্যতামূলক করা হয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) প্রকাশিত সরকারি গেজেট বিশ্লেষণ করে এই তথ্য পাওয়া গেছে।
প্যাকেজিং ও বিপণনে কড়াকড়ি: নতুন আইনে ‘স্ট্যান্ডার্ড প্যাকেজিং’ প্রথা চালু করা হয়েছে। এখন থেকে সরকার নির্ধারিত আকার, আয়তন ও সংখ্যা ছাড়া তামাকজাত দ্রব্য বাজারজাত করা যাবে না। খুচরা পর্যায়ে একটি একটি করে সিগারেট কাঠি বা বিড়ি বিক্রির সুযোগ বন্ধ করতে ‘প্যাকেট বা কৌটা ব্যতীত’ তামাকজাত দ্রব্য বিক্রয়ের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
এই নিয়ম ভাঙলে এক মাসের জেল বা ৫ হাজার টাকা জরিমানার বিধান রাখা হয়েছে।
তামাক কোম্পানির ‘সিএসআর’ কার্যক্রম বন্ধ: তামাক কোম্পানিগুলো এখন থেকে আর কোনো সামাজিক দায়বদ্ধতা কর্মসূচি বা ‘সিএসআর’ এর নামে কোনো প্রচার-প্রচারণা চালাতে পারবে না। আইনের সংশোধনীতে স্পষ্টভাবে বলা হয়েছে, কোনো তামাক কোম্পানি শিক্ষা বা জনহিতকর কাজের নামে কোনো অনুদান বা সহায়তা প্রদান করতে পারবে না এবং তামাকের প্রচারের জন্য কোনো পুরস্কার বা বৃত্তি প্রদান করা যাবে না।
বিক্রয়কেন্দ্রে প্রদর্শন নিষিদ্ধ: ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করতে বিক্রয়কেন্দ্রে  তামাক পণ্যের প্যাকেট সাজিয়ে রাখা বা প্রদর্শন করা এখন থেকে অবৈধ। আইন অনুযায়ী, তামাকজাত দ্রব্য বিক্রির স্থানে প্যাকেটগুলো দৃষ্টির আড়ালে রাখতে হবে। যদি কোনো ব্যক্তি বা বিক্রেতা এই প্রচারণার বিধান লঙ্ঘন করেন, তবে কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে উক্ত অবৈধ প্রচার সামগ্রী অপসারণ করতে পারবেন এবং প্রয়োজনে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নিতে পারবেন।
কোম্পানির জন্য কঠিন দণ্ড: আইন লঙ্ঘনকারী প্রতিষ্ঠানের জন্য শাস্তির মাত্রা কয়েকগুণ বৃদ্ধি করা হয়েছে। কোনো কোম্পানি এই আইনের অধীনে অপরাধ করলে সংশ্লিষ্ট মালিক বা ব্যবস্থাপককে অনূর্ধ্ব ৬ মাস কারাদণ্ড বা সর্বোচ্চ ৫ লক্ষ টাকা জরিমানা গুনতে হবে।
একই অপরাধ পুনরাবৃত্তি করলে লাইসেন্স বাতিলসহ দণ্ডের পরিমাণ দ্বিগুণ হবে।সংশ্লিষ্টরা মনে করছেন, কোম্পানিগুলোর চতুর প্রচারণা বন্ধে এবং প্যাকেটের বড় অংশ জুড়ে বিভীষিকাময় ছবি ব্যবহারের এই সিদ্ধান্ত তামাকের ব্যবহার উল্লেখযোগ্য হারে কমিয়ে আনবে।