বিনোদন ডেস্ক: বলিউডের বহুল আলোচিত হরর-ইরোটিক ফ্র্যাঞ্চাইজি ‘রাগিনী এমএমএস’ আবারও নতুন কিস্তি নিয়ে ফিরছে বড় পর্দায়। এ ছবির কেন্দ্রীয় চরিত্রে এবার দেখা যাবে দক্ষিণী সিনেমার জনপ্রিয় নায়িকা তামান্না ভাটিয়াকে। এর আগে সিরিজটির দ্বিতীয় কিস্তি ‘রাগিনী এমএমএস ২’-তে সানি লিওনের উপস্থিতি দর্শকদের মধ্যে তুমুল আলোড়ন তুলেছিল। সেই সিনেমা শুধু হরর ও থ্রিলার ঘরানার জন্য নয়, বরং সাহসী ও গ্ল্যামারাস উপস্থাপনার কারণেও দীর্ঘদিন আলোচনায় ছিল।
তৃতীয় কিস্তি নিয়ে শুরু থেকেই গুঞ্জন ছিল বলিউডে। একাধিক নাম শোনা গেলেও অবশেষে প্রযোজনা সংস্থা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে যে এবার দর্শকদের জন্য নতুন চমক হিসেবে আসছেন তামান্না ভাটিয়া। দক্ষিণী ইন্ডাস্ট্রিতে বহু বছর ধরে তিনি টপ নায়িকাদের মধ্যে অন্যতম। তেলেগু ও তামিল সিনেমার পাশাপাশি বলিউডেও তার উপস্থিতি রয়েছে। বিশেষ করে ‘বাহুবলী’ সিনেমার সুবাদে আন্তর্জাতিক পরিসরেও তিনি ভক্তদের কাছে পরিচিত মুখ হয়ে উঠেছেন।
শিল্প সংশ্লিষ্টরা বলছেন, ফ্র্যাঞ্চাইজিটির নতুন পর্বে তামান্নার অন্তর্ভুক্তি গল্প ও উপস্থাপনায় নতুন মাত্রা যোগ করবে। হরর ঘরানার সিনেমায় তাকে আগে দেখা না গেলেও এই চরিত্রে তিনি একেবারে ভিন্ন এক অভিজ্ঞতা উপহার দিতে চলেছেন। নির্মাতারা মনে করছেন, সানি লিওনের মতো জনপ্রিয়তাকে এবার তামান্না নিজের অভিনয় দক্ষতা ও পর্দা উপস্থিতি দিয়ে দর্শকের কাছে ভিন্ন আঙ্গিকে পৌঁছে দিতে পারবেন।
তামান্না ভাটিয়া নিজেও নতুন অভিজ্ঞতা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এই চরিত্রে কাজ করা তার কাছে বড় চ্যালেঞ্জ এবং একইসঙ্গে ভক্তদের জন্য বিশেষ উপহার। হরর-ইরোটিক ঘরানায় অভিনয় করতে গিয়ে তিনি যে সাহসী সিদ্ধান্ত নিয়েছেন, তা নিয়ে ভক্তদের মধ্যে ইতিমধ্যেই কৌতূহল তৈরি হয়েছে।
‘রাগিনী এমএমএস’ সিরিজ শুরু থেকেই বিতর্কিত হলেও দর্শকপ্রিয়তার দিক থেকে বলিউডের অন্যতম সফল হরর ফ্র্যাঞ্চাইজি। বিশেষ করে তরুণ দর্শকরা সিনেমাটিকে সবসময়ই ভিন্নভাবে গ্রহণ করেছে। নতুন কিস্তি মুক্তির তারিখ এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি। তবে প্রযোজনা সংস্থা জানিয়েছে, ২০২৬ সালের প্রথম দিকেই এটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।
এদিকে চলচ্চিত্র বিশ্লেষকরা বলছেন, বলিউডে এখন দক্ষিণী তারকাদের প্রভাব অনেক বেশি। তামান্নার মতো তারকা যোগ হওয়ার ফলে সিনেমাটি শুধু উত্তর ভারত নয়, দক্ষিণ ভারতের দর্শকদের কাছেও সমান জনপ্রিয়তা পাবে। একইসঙ্গে আন্তর্জাতিক বাজারেও এ ছবির চাহিদা বাড়তে পারে।
অতএব, ‘রাগিনী এমএমএস’ ফ্র্যাঞ্চাইজির নতুন অধ্যায়ে সানি লিওনের বদলে তামান্না ভাটিয়া যে বড় চমক হয়ে আসছেন, তা এখন বলিউডের আলোচনার কেন্দ্রবিন্দুতে।