Home Third Lead  ফিরছেন তারেক রহমান, লন্ডনে ট্রাভেল পাসের আবেদন

 ফিরছেন তারেক রহমান, লন্ডনে ট্রাভেল পাসের আবেদন

তারেক রহমান

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে আগামী ২৫ ডিসেম্বর (বুধবার) বাংলাদেশে ফিরছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাঁর এই ঐতিহাসিক প্রত্যাবর্তনকে কেন্দ্র করে দেশে এবং প্রবাসে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

তারেক রহমান বর্তমানে লন্ডনে অবস্থান করছেন। যেহেতু তাঁর বাংলাদেশি পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে এবং রাজনৈতিক কারণে তিনি তা নবায়ন করেননি, তাই দেশে ফেরার জন্য তিনি লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে ‘ট্রাভেল পাসের’ আবেদন করেছেন। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন, তারেক রহমানের দেশে ফেরার ক্ষেত্রে কোনো আইনি বাধা নেই এবং আবেদন সাপেক্ষে দ্রুততম সময়ের মধ্যেই তাঁকে ট্রাভেল পাস দেওয়া হবে।

বিএনপি দলীয় সূত্রে জানা গেছে, ২৫ ডিসেম্বর বেলা ১১টা ৫৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে তারেক রহমান ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, “আমরা এই প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখতে চাই। এটি হবে বাংলাদেশের ইতিহাসের এক অনন্য দৃষ্টান্ত।” তিনি আরও জানান, বিমানবন্দরে নামার পর তারেক রহমান সরাসরি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন তাঁর মা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে যেতে পারেন।

তারেক রহমানের আগমন উপলক্ষে বিমানবন্দর এবং উত্তরার আশপাশে বড় ধরনের গণসংবর্ধনার প্রস্তুতি নিচ্ছে বিএনপি। দীর্ঘ সময় পর নেতার প্রত্যাবর্তনে রাজনৈতিক অঙ্গনে নতুন মেরুকরণের সম্ভাবনা দেখছেন বিশ্লেষকরা।

এ ধরণের আরও গুরুত্বপূর্ণ আপডেট পেতে ভিজিট করুন www.businesstoday24.com