গোয়েন্দা নজরদারিতে নিরাপত্তা
বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: দীর্ঘ প্রবাস জীবন শেষে আগামী ২৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই প্রত্যাবর্তনকে ঘিরে রাষ্ট্রীয় বিমান সংস্থা ‘বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে’র অভ্যন্তরীণ ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তনের খবর পাওয়া গেছে। বিশেষ করে নিরাপত্তা ও রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগে সংশ্লিষ্ট ফ্লাইটের দুই কেবিন ক্রুকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
নিরাপত্তার স্বার্থে বড় রদবদল বিমান সূত্র নিশ্চিত করেছে যে, তারেক রহমানকে বহনকারী লন্ডন-ঢাকা (বিজি-২০২) ফ্লাইটের ক্রু তালিকা থেকে জুনিয়র পার্সার মো. সওগাতুল আলম সওগাত ও ফ্লাইট স্টুয়ার্ডেস জিনিয়া ইসলামকে বাদ দেওয়া হয়েছে। গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে তাদের পরিবর্তে মোস্তফা ও আয়াত নামে দুই ক্রুকে দায়িত্ব দেওয়া হয়েছে। মূলত ভিআইপি যাত্রীর ব্যক্তিগত নিরাপত্তা ও ফ্লাইটের স্পর্শকাতরতা বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিতর্কের মূলে রাজনৈতিক সংশ্লিষ্টতা সংশ্লিষ্ট সূত্র জানায়, সরিয়ে দেওয়া দুই ক্রুর বিরুদ্ধে বিগত সরকারের প্রভাবশালী নেতাদের ঘনিষ্ঠতার অভিযোগ রয়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে সাবেক সংসদ সদস্য শেখ সেলিমের সঙ্গে তাদের ছবি ছড়িয়ে পড়লে বিষয়টি গোয়েন্দা নজরে আসে। তারা প্রায়ই শেখ সেলিমের ফ্লাইটে নিয়মিত দায়িত্ব পালন করতেন বলে অভিযোগ উঠেছে। এমন অবস্থায় তারেক রহমানের মতো হাই-প্রোফাইল যাত্রীর ফ্লাইটে তাদের উপস্থিতি নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ফ্লাইটের খুঁটিনাটি আগামী বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বিজি-২০২ ফ্লাইটটি ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে। এই ফ্লাইটে তারেক রহমানের সঙ্গে তার পরিবারের সদস্য এবং বিএনপির একঝাঁক কেন্দ্রীয় নেতা সহযাত্রী হিসেবে থাকবেন।
পুরানো নজিরের পুনরাবৃত্তি রাজনৈতিক কারণে বিমানে ক্রু পরিবর্তনের ঘটনা এবারই প্রথম নয়। এর আগে গত ২ মে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সফরের সময়ও একইভাবে দুই ক্রুকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। প্রশাসনের এই কঠোর অবস্থান ইঙ্গিত দিচ্ছে যে, স্পর্শকাতর রাজনৈতিক ব্যক্তিত্বদের যাতায়াতের ক্ষেত্রে কোনো ধরনের আপস করতে নারাজ রাষ্ট্রীয় বিমান সংস্থা।










