বিজনেসটুডে২৪ প্রতিনিধি, সিলেট: দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে দেশের মাটিতে পা রাখলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ সকাল ৯টা ৫৭ মিনিটে তাঁকে বহনকারী বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটটি সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। যদিও এটি ছিল একটি টেকনিক্যাল ল্যান্ডিং বা যাত্রাবিরতি, তবুও প্রিয় নেতাকে একনজর দেখার জন্য সিলেটজুড়ে তৈরি হয়েছে অভূতপূর্ব উদ্দীপনা।
লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে রওনা হওয়া বিজি-২০২ ফ্লাইটটি সরাসরি ঢাকায় যাওয়ার কথা থাকলেও নিয়ম অনুযায়ী তা প্রথমে সিলেটে অবতরণ করে। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, নিরাপত্তার খাতিরে এবং সময় স্বল্পতার কারণে তারেক রহমান বিমান থেকে নামেননি। তবে বিমানের জানালা দিয়ে হাত নেড়ে তিনি তাঁর আবেগ প্রকাশ করেন বলে জানা গেছে। সঙ্গে রয়েছেন তাঁর স্ত্রী ডা. জোবায়দা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।
সিলেট ওসমানী বিমানবন্দর এলাকায় ভোরের আলো ফোটার আগেই জড়ো হতে শুরু করেন হাজার হাজার নেতাকর্মী। সিলেট জেলা ও মহানগর বিএনপির পক্ষ থেকে ব্যানার-ফেস্টুনে সাজিয়ে তোলা হয়েছে বিমানবন্দর সড়ক। প্রশাসনের পক্ষ থেকে জারি করা হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা।
নিরাপত্তা: পুলিশ, এপিবিএন এবং বিশেষায়িত বাহিনীর পাশাপাশি বিএনপির নিজস্ব স্বেচ্ছাসেবক দল বিমানবন্দরের বাইরের শৃঙ্খলা রক্ষায় কাজ করছে।
ভিড় এড়ানোর নির্দেশনা: কেন্দ্রীয় নির্দেশে বিমানবন্দরে বড় কোনো জমায়েত না করার কথা বলা হলেও, আবেগের টানে সাধারণ মানুষ ও তৃণমূলের নেতাকর্মীরা ভিড় জমান বিমানবন্দরের সীমানা প্রাচীরের বাইরে।
সিলেট থেকে প্রায় ৫০ হাজার নেতাকর্মী বাসে, ট্রিনে এবং নিজস্ব মাইক্রোবাসে করে আজ ভোর থেকেই ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। সিলেট মহানগর বিএনপির এক নেতার মতে, “নেতা সিলেটে নেমে আমাদের সময় দিতে পারছেন না ঠিকই, কিন্তু তাঁর এই সংক্ষিপ্ত উপস্থিতিই আমাদের জন্য অনেক বড় পাওনা। আমরা এখন ঢাকার পথে, সেখানেই হবে আমাদের মিলনমেলা।”
বিমানটি সিলেটে প্রায় এক ঘণ্টা অবস্থান করার পর জ্বালানি সংগ্রহ ও অন্যান্য আনুষ্ঠানিকতা শেষে বেলা ১০টা ৫৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেয়ার কথা। দুপুর ১২টার মধ্যেই তিনি রাজধানীর মাটিতে পা রাখবেন বলে আশা করা হচ্ছে।
সিলেটের আকাশ আজ কুয়াশাচ্ছন্ন থাকলেও বিএনপির নেতাকর্মীদের মধ্যে যেন এক উৎসবের বসন্ত বইছে। শাহজালাল ও শাহপরানের এই পুণ্যভূমি থেকেই শুরু হলো তারেক রহমানের নতুন রাজনৈতিক পথচলা।










