ঢাকা ছেড়ে ভোলায় আন্দালিব পার্থ
বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: আসন্ন সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বড় ধরনের পরিবর্তনের আভাস দিয়েছে বিএনপি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ আসনের পাশাপাশি রাজধানী ঢাকার ভিআইপি আসন হিসেবে পরিচিত ঢাকা-১৭ থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
শনিবার (২৭ ডিসেম্বর) রাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ গণমাধ্যমকে এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তারেক রহমানের ঢাকা থেকে নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত তৃণমূল নেতা-কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি করবে। অন্যদিকে, আন্দালিব রহমান পার্থর ভোলায় ফিরে যাওয়া ওই অঞ্চলের নির্বাচনী লড়াইকে আরও জমজমাট করে তুলবে।
সালাহউদ্দিন আহমেদ জানান, রাজনৈতিক কৌশল ও জোটের স্বার্থে আসন বিন্যাসে এই পরিবর্তন আনা হয়েছে। বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ আগে ঢাকা-১৭ আসন থেকে নির্বাচন করার ইচ্ছা প্রকাশ করেছিলেন এবং এলাকায় ব্যানার-পোস্টারও লাগিয়েছিলেন। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী, তিনি ঢাকা-১৭ আসনটি তারেক রহমানকে ছেড়ে দিয়ে নিজের জন্মস্থান ভোলা-১ আসন থেকে নির্বাচন করবেন। পার্থ ইতিমধ্যে ভোলা-১ আসনে তার মনোনয়নপত্র জমা দিয়েছেন।

ভোলা-১ আসনে বিএনপি শুরুতে গোলাম নবী আলমগীরকে প্রাথমিক প্রার্থী হিসেবে ঘোষণা করেছিল। তবে সালাহউদ্দিন আহমেদের দেওয়া তথ্যমতে, এই আসনে আন্দালিব রহমান পার্থর বিপরীতে বিএনপি আর কোনো প্রার্থী রাখবে না। অর্থাৎ, সেখানে ধানের শীষের পরিবর্তে পার্থ তার নিজস্ব প্রতীকে জোটের একক প্রার্থী হিসেবে লড়বেন।
গত ৩ নভেম্বর বিএনপির প্রার্থী তালিকা প্রকাশের সময় খালেদা জিয়ার তিনটি আসনে নির্বাচন করার কথা জানানো হয়েছিল। এবার বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসনে তারেক রহমানের নির্বাচনের বিষয়টি চূড়ান্ত করা হলো।
ঢাকা-১৭ আসনের ভৌগোলিক গুরুত্ব: এই আসনটি ঢাকার অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা নিয়ে গঠিত, যার মধ্যে রয়েছে:
গুলশান, বনানী ও বারিধারা।
মহাখালী, নিকেতন ও শাহজাদপুর।
ঢাকা সেনানিবাসের একাংশ (ডিএনসিসি ১৫, ১৮, ১৯ ও ২০ নম্বর ওয়ার্ড)।










