সমর্থকদের উচ্ছ্বাস
বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: দীর্ঘ প্রায় ১৭ বছরের নির্বাসন ও আইনি জটিলতা কাটিয়ে দেশের রাজনীতিতে সশরীরে সক্রিয় হওয়ার পর এবার নির্বাচনী ময়দানে সরাসরি নামলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে আজ সোমবার (২৯ ডিসেম্বর) ঢাকা-১৭ (গুলশান-বনানী) আসন থেকে তার পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে।
মনোনয়নপত্র জমা দান: আজ বিকেলে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে তারেক রহমানের পক্ষে বিএনপির একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল এই মনোনয়নপত্র দাখিল করেন। আজই ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির শীর্ষ নেতাদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে এই প্রক্রিয়া সম্পন্ন হয়।
রাজনৈতিক গুরুত্ব: তারেক রহমান কোন আসন থেকে নির্বাচন করবেন, তা নিয়ে গত কয়েক সপ্তাহ ধরে রাজনৈতিক মহলে ব্যাপক গুঞ্জন ছিল। শেষ পর্যন্ত ঢাকার ভিআইপি আসন হিসেবে পরিচিত ঢাকা-১৭ আসনকে তার জন্য বেছে নেওয়া হলো। উল্লেখ্য, এই আসনটি বাংলাদেশের রাজনীতির জন্য অত্যন্ত মর্যাদাপূর্ণ বলে বিবেচিত।
হাসপাতালে খালেদা জিয়া ও তারেক রহমানের ব্যস্ততা: মনোনয়নপত্র জমার এই দিনে তারেক রহমান একদিকে যেমন দলীয় কাজে ব্যস্ত ছিলেন, অন্যদিকে অসুস্থ মা বেগম খালেদা জিয়ার পাশে সময় দিয়েছেন। আজ রাতে তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়াকে দেখতে যান।
বর্তমানে ডা. জুবাইদা রহমান সার্বক্ষণিকভাবে বিএনপি চেয়ারপারসনের দেখাশোনা করছেন। দলীয় সূত্রে জানা গেছে, আজ রাতেই তারেক রহমানের নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যাওয়ার কথা রয়েছে।
সমর্থকদের উচ্ছ্বাস: তারেক রহমানের মনোনয়নপত্র জমার খবর ছড়িয়ে পড়লে গুলশান ও নয়াপল্টন এলাকায় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দেয়। দীর্ঘ সময় পর দলের শীর্ষ নেতার সরাসরি নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্তকে বিএনপির তৃণমূল কর্মীরা ‘নতুন দিনের সূচনা’ হিসেবে দেখছেন।
উল্লেখ্য, আইনি বাধা কাটিয়ে সম্প্রতি দেশে ফেরার পর এটিই তারেক রহমানের প্রথম নির্বাচনে অংশগ্রহণ। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র যাচাই-বাছাই ও পরবর্তী প্রক্রিয়া শেষে নিশ্চিত হবে এই হেভিওয়েট প্রার্থীর চূড়ান্ত লড়াইয়ের রূপরেখা।










