বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অন্তিম যাত্রায় দেশবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক আবেগঘন পোস্টে তিনি এই ধন্যবাদ জানান। তারেক রহমান উল্লেখ করেন, এই কঠিন সময়ে সবার দেখানো সহমর্মিতা ও দায়িত্ববোধ তাঁর পরিবারের হৃদয় স্পর্শ করেছে।
‘ঐতিহাসিক এক বিদায়’: ফেসবুক পোস্টে তারেক রহমান মায়ের শেষ বিদায়কে ‘ঐতিহাসিক’ হিসেবে অভিহিত করেন। তিনি লেখেন, “এটি এমন এক ঐতিহাসিক বিদায়, যা দেশের মানুষের জন্য যথাযথ শ্রদ্ধা ও মর্যাদার সঙ্গে সম্পন্ন হয়েছে। আর সেটি সম্ভব হয়েছে যাঁদের যত্ন, দায়িত্ববোধ ও পেশাদারিত্বের কারণে; তাদের সবাইকে আমি অন্তরের গভীর থেকে ধন্যবাদ জানাই।”
সশস্ত্র বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধন্যবাদ: জানাজা ও দাফন কার্যে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সদস্যদের মানবিক ও সুশৃঙ্খল ভূমিকার প্রশংসা করেন তিনি। পাশাপাশি স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে শুরু করে পুলিশ, বিজিবি, আনসার, র্যাব এবং গোয়েন্দা সংস্থাগুলোর (DGFI, NSI, SB) সদস্যদের প্রতিও কৃতজ্ঞতা জানান।
তিনি বলেন, তাঁদের ধৈর্য ও সততার কারণেই লাখো মানুষ নিরাপদে শোক প্রকাশ করতে পেরেছে।
প্রধান উপদেষ্টা ও সরকারের প্রতি কৃতজ্ঞতা: তারেক রহমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং উপদেষ্টা পরিষদের সদস্যদের প্রতি বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন। শোকের এই মুহূর্তে সরকারের পক্ষ থেকে পাওয়া সমর্থনকে তিনি ‘অমূল্য’ হিসেবে বর্ণনা করেন।
পোস্টের শেষ দিকে তারেক রহমান লেখেন, “আমার পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই; প্রতিষ্ঠান হিসেবে নয়, মানুষ হিসেবে। গভীর শোকের এই সময়ে আপনারা যে সহমর্মিতা, সম্মান এবং দায়িত্ববোধ দেখিয়েছেন, তা আমাদের হৃদয় স্পর্শ করেছে।”
উল্লেখ্য, গতকাল বুধবার দেশজুড়ে এক শোকাতুর পরিবেশে লক্ষ লক্ষ মানুষের অংশগ্রহণে বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফন সম্পন্ন হয়।