সিলেট আলীয়া মাদরাসা ময়দানের জনসমুদ্রে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান
বিজনেসটুডে২৪ প্রতিনিধি, সিলেট:
সিলটে পুণ্যভূমি থেকে নির্বাচনী প্রচারণার আনুষ্ঠানিক যাত্রা শুরু করলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার বিকেলে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত বিশাল জনসভায় তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, বাংলাদেশের ভাগ্য অন্য কোনো দেশ নয়, বরং দেশের মানুষই নির্ধারণ করবে।
সার্বভৌমত্বের ডাক: ‘সবার আগে বাংলাদেশ’
জনসভার শুরুতেই তারেক রহমান জাতীয় সার্বভৌমত্বের ওপর জোর দিয়ে এক ব্যতিক্রমী স্লোগান তোলেন। তিনি বলেন, “দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ—সবার আগে বাংলাদেশ।” বিদেশের ওপর নির্ভরতা কাটিয়ে দেশের মানুষের শক্তিকে রাজনৈতিক ক্ষমতার মূল উৎস হিসেবে প্রতিষ্ঠিত করার অঙ্গীকার করেন তিনি।
আবেগী সিলেট ও ইলিয়াস আলী প্রসঙ্গ
বক্তব্যের এক পর্যায়ে তারেক রহমান সিলেট অঞ্চলের গুম হওয়া জনপ্রিয় নেতা ইলিয়াস আলীর কথা স্মরণ করেন। জনসভাস্থলে গুম ও শহীদ পরিবারের সদস্যদের জন্য রাখা আলাদা গ্যালারি উপস্থিত নেতাকর্মীদের মধ্যে আবেগের সৃষ্টি করে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও তার বক্তব্যে ইলিয়াস আলীর অন্তর্ধান নিয়ে সরব হন।
ধর্মীয় অনুষঙ্গ ও ‘শিরক’ বিতর্ক
তারেক রহমান এক অভিনব কৌশলে প্রতিপক্ষের সমালোচনা করেন। তিনি মাঠভর্তি মানুষের কাছে প্রশ্ন রাখেন, “কাবা শরিফ ও বেহেশত-দোজখের মালিক কে?” জনতা সমস্বরে ‘আল্লাহ’ বললে তিনি বলেন, “যে জিনিসের মালিক একমাত্র আল্লাহ, সেই জিনিস অন্য কেউ দেওয়ার প্রতিশ্রুতি দিলে তা ‘শিরক’-এর শামিল।” নির্বাচনের আগে বিভিন্ন রাজনৈতিক প্রতিশ্রুতিকে তিনি মানুষের সঙ্গে প্রতারণা হিসেবে আখ্যা দেন।
বিগত শাসনের সমালোচনা ও ‘টেক ব্যাক বাংলাদেশ’
গত ১৫-১৬ বছরের আওয়ামী শাসনের কথা উল্লেখ করে বিএনপি চেয়ারম্যান বলেন:
ব্যালট বাক্স ছিনতাই এবং ‘নিশিরাতের নির্বাচন’ মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে।
উন্নয়নের নামে দেশের সম্পদ লুট করে বিদেশে পাচার করা হয়েছে।
এখন সময় এসেছে দেশকে স্বৈরাচারমুক্ত করে মানুষের কথা বলার অধিকার ও অর্থনৈতিক স্বাবলম্বিতা নিশ্চিত করার।
সিলেট থেকে ঢাকা: মহাসড়কে গণসংযোগ
সিলেটের জনসভা শেষ করে তিনি সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা হন। দীর্ঘ এই যাত্রাপথে তিনি মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী ও নারায়ণগঞ্জের নির্ধারিত ছয়টি স্থানে জনসভায় অংশ নেবেন এবং ধানের শীষের প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন।