Home Second Lead ময়মনসিংহে বিশাল সমাবেশ: স্বৈরাচারের ভাষা ব্যবহারকারীদের হুঁশিয়ারি দিলেন তারেক রহমান

ময়মনসিংহে বিশাল সমাবেশ: স্বৈরাচারের ভাষা ব্যবহারকারীদের হুঁশিয়ারি দিলেন তারেক রহমান

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ময়মনসিংহ: ময়মনসিংহের ঐতিহাসিক সার্কিট হাউজ মাঠে বিএনপি আয়োজিত বিশাল জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দলটির চেয়ারম্যান তারেক রহমান রাজনৈতিক প্রতিপক্ষকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন।
মঙ্গলবার বিকেলে আয়োজিত এই সমাবেশে তিনি বলেন, “একটি রাজনৈতিক দল পালিয়ে যাওয়া স্বৈরাচারের মুখের ভাষা ব্যবহার করে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।” তিনি বলেন,
বিএনপি ক্ষমতায় গেলে কর্মসংস্থান সৃষ্টি করে বেকার সমস্যার সমাধান করা হবে। বিএনপির চেয়ারম্যান বলেন, মানুষের জন্য রাজনীতি করি, দেশ পরিচালনার অভিজ্ঞতা শুধু বিএনপির আছে। সমস্যার সমাধান করতে চাইলে ধানের শীষে ভোট দেওয়ার বিকল্প নেই।
দুপুর গড়াতেই ময়মনসিংহের সার্কিট হাউজ মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে জনসমুদ্রে পরিণত হয়। বিভিন্ন উপজেলা ও আশপাশের জেলা থেকে হাজার হাজার নেতাকর্মী খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হন। নেতাকর্মীদের পরনে ছিল রঙিন টি-শার্ট ও ক্যাপ, হাতে ছিল জাতীয় ও দলীয় পতাকা। পুরো এলাকা ব্যানার-ফেস্টুনে ছেয়ে যায় এবং স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে রাজপথ।
বিকেল ৪টার দিকে তারেক রহমান তার স্ত্রী ডা. জুবাইদা রহমানসহ সমাবেশস্থলে পৌঁছালে উপস্থিত জনতা তাকে ব্যাপক করতালির মাধ্যমে স্বাগত জানান।
দুর্নীতির অভিযোগের কড়া জবাব
বক্তব্যে তারেক রহমান ২০০১-২০০৬ মেয়াদের প্রসঙ্গ টেনে বলেন, বিএনপি যদি দুর্নীতিতে চ্যাম্পিয়ন হতো, তবে সেই সময় সরকারের অংশ থাকা বর্তমান সমালোচনাকারীরা কেন তখন পদত্যাগ করেননি?
তিনি দাবি করেন, বেগম খালেদা জিয়া কঠোর হস্তে দুর্নীতি দমন করতেন বলেই তারা তখন সরকারে ছিলেন। যারা এখন বিএনপির সমালোচনা করছেন, তারা মূলত স্বৈরাচারী শক্তির এজেন্ডা বাস্তবায়ন করছেন বলে তিনি মন্তব্য করেন।
সমাবেশ শেষে মঞ্চের কেন্দ্রীয় নেতাদের নিয়ে ধানের ছড়া উঁচিয়ে সংহতি প্রকাশ করা হয়।  তারেক রহমান নেতাকর্মীদের শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সাধারণ মানুষের পাশে থাকার আহ্বান জানান।