Home Second Lead নভেম্বরে দেশে ফিরছেন তারেক রহমান

নভেম্বরে দেশে ফিরছেন তারেক রহমান

তারেক রহমান
বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা:  বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, আগামী নভেম্বর মাসে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন। তিনি শুক্রবার গুলশানে নিজ বাসায় সাংবাদিকদের ব্রিফিংকালে এ তথ্য জানান।

সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপির বড় জোট গঠনের প্রক্রিয়া চলছে এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সঙ্গেও রাজনৈতিক যোগাযোগ রয়েছে। তবে জোট গঠনের চূড়ান্ত সিদ্ধান্ত এখনো নিশ্চিত নয়। তিনি আরও জানান, চলতি অক্টোবর মাসের মধ্যেই ২০০ আসনে বিএনপির একক প্রার্থীকে নির্বাচনের জন্য ‘গ্রিন সিগন্যাল’ দেওয়া হবে, যাতে প্রার্থীরা সময়মতো নির্বাচনের প্রস্তুতি নিতে পারেন।

নির্বাচনসংক্রান্ত আইন গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনের প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি অনেক বিষয়ে এ আইনের সংশোধনের সঙ্গে সম্মত ছিল। কিন্তু ২০/১ উপধারায় বলা হয়েছিল, জোটবদ্ধ হলে দলগুলো অন্য রাজনৈতিক দলের প্রতীকে নির্বাচন করতে পারবে। বিএনপি সেই ধারা অনুযায়ী আশ্বস্ত ছিল। কিন্তু যেভাবে আরপিও পাস হয়েছে, তাতে ছোট দলগুলো জোটে যুক্ত হতে নিরুৎসাহিত হবে, যা তাদের রাজনৈতিক সুযোগকে ক্ষতিগ্রস্ত করবে। তিনি প্রশ্ন তুলেছেন, এই ধরনের আরপিও কেন একতরফাভাবে পাস করা হলো।

সালাহউদ্দিন আরও বলেন, বিএনপি একটি বহুদলীয় ও শক্তিশালী সংসদ দেখতে চায়। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে এ আইনের পুনর্বিবেচনার আহ্বান জানিয়ে দলটি এ বিষয়ে লিখিত অভিযোগও দেবে।

অন্যদিকে, তারেক রহমান দেশে ফেরার পর গুলশান-২ অ্যাভিনিউ রোডের ১৯৬ নম্বর বাড়িতে অবস্থান করবেন বলে ধারণা করা হচ্ছে। এই বাড়ি ১৯৮১ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর বেগম খালেদা জিয়াকে বরাদ্দ দেওয়া হয়। সম্প্রতি অন্তর্বর্তী সরকার বাড়িটির নামজারি সম্পন্ন করে খালেদা জিয়ার হাতে হস্তান্তর করেছে। পাশের বাড়ি ফিরোজায় অবস্থানরত খালেদা জিয়া। গুলশান-১৯৬ নম্বর বাড়িটি আগে ব্রিটিশ-আমেরিকান টোব্যাকো বাংলাদেশ-এর কাছে ভাড়া দেওয়া ছিল।

জানা গেছে, ব্রিটিশ-আমেরিকান টোব্যাকো এ বছরের শুরুতে বাড়ি ছাড়ার পর সেখানে নতুন করে রং-রসনসহ প্রয়োজনীয় সংস্কার কাজ করা হয়েছে। এসব প্রস্তুতি সম্পন্ন হওয়ার পরই তারেক রহমান দেশে ফিরবেন এবং রাজনৈতিক কর্মকাণ্ড ত্বরান্বিত করবেন।

এই ঘোষণার মধ্য দিয়ে বিএনপি আগামী নির্বাচনে প্রার্থীদের প্রস্তুতি ও দলীয় কৌশল গঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে কার্যক্রম শুরু করছে।