নেই বাড়ি-গাড়ি
বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন জনপ্রিয় চিকিৎসক ও এনসিপির সাবেক নেত্রী ডা. তাসনিম জারা। সম্প্রতি রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দেওয়া তাঁর নির্বাচনী হলফনামা থেকে বেরিয়ে এসেছে এক চমকপ্রদ তথ্য। কোটি কোটি টাকার সম্পদের পাহাড় নয়, বরং সাদামাটা জীবনের এক অন্যরকম চিত্র ফুটে উঠেছে তাঁর তথ্যে।
কত টাকার মালিক তাসনিম জারা? হলফনামার তথ্য অনুযায়ী, ডা. তাসনিম জারার মোট সম্পদের পরিমাণ ১৯ লাখ ১৩ হাজার টাকা। পেশায় চিকিৎসক এই প্রার্থীর বার্ষিক আয় দেখানো হয়েছে ৭ লাখ ১৩ হাজার ৫৯৭ টাকা। আশ্চর্যের বিষয় হলো, বর্তমানে যেখানে প্রার্থীরা বিলাসবহুল ফ্ল্যাট ও জমির মালিক হন, সেখানে তাসনিম জারার নামে কোনো বাড়ি, ফ্ল্যাট বা কৃষিজমি নেই।
- সম্পদের বিস্তারিত খতিয়ান:
- নগদ টাকা: তাঁর হাতে রয়েছে নগদ ১৬ লাখ টাকা।
- ব্যাংক জমা: ব্যাংকে জমা আছে মাত্র ১০ হাজার ১৯ টাকা।
- অলঙ্কার: ২ লাখ ৫০ হাজার টাকা মূল্যের স্বর্ণালঙ্কার রয়েছে তাঁর।
- বৈদেশিক মুদ্রা: হাতে রয়েছে ২ হাজার ২৭০ ব্রিটিশ পাউন্ড।
বৈদেশিক আয়: দেশের বাইরে থেকে তাঁর আয় ৩ হাজার ২০০ ব্রিটিশ পাউন্ড।
স্বামীর সম্পদের তথ্য ডা. জারা তাঁর হলফনামায় স্বামী খালেদ সাইফুল্লাহর সম্পদের তথ্যও উল্লেখ করেছেন। তাঁর স্বামীর হাতে নগদ রয়েছে ১৫ লাখ টাকা এবং ৬ হাজার ব্রিটিশ পাউন্ড। তবে স্বামীর আয়ের বড় অংশই আসে দেশের বাইরে থেকে, যার পরিমাণ ৩৯ হাজার ৮০০ ব্রিটিশ পাউন্ড।
বিশেষ উল্লেখযোগ্য: ডা. তাসনিম জারার হলফনামায় কোনো মামলা, ব্যাংক ঋণ কিংবা সরকারি পাওনার তথ্য নেই। একজন পরিচ্ছন্ন ইমেজের প্রার্থী হিসেবে এটি ভোটারদের মধ্যে বেশ ইতিবাচক সাড়া ফেলছে।










