বিনোদন ডেস্ক: আগামী সেপ্টেম্বরে শুরু হচ্ছে ঢালিউড কিং শাকিব খানের নতুন ছবির শুটিং। ছবিটির নাম এখনো চূড়ান্ত হয়নি। এটি নির্মাণ করছেন বিজ্ঞাপন ও টিভি নাটকের জনপ্রিয় নির্মাতা সাকিব ফাহাদ। শাকিব খানকে নিয়ে এটিই তার প্রথম চলচ্চিত্র।
প্রায় ৭০ শতাংশ শুটিং হবে থাইল্যান্ডে, বাকিটা হবে ঢাকার বিভিন্ন লোকেশনে। ছবির গল্প, চরিত্র এবং অভিনয়শিল্পীদের নিয়ে ইতোমধ্যেই আলোচনা শুরু হয়েছে। গুঞ্জন রয়েছে—ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা নায়িকা হিসেবে থাকছেন শাকিব খানের বিপরীতে। সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, মৌখিকভাবে সবকিছু চূড়ান্ত হলেও আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি।
২০২০ সালের ৩১ জুলাই কক্সবাজারের টেকনাফে পুলিশের গুলিতে নিহত হন মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদ খান। সেই আলোচিত ঘটনার প্রেক্ষাপট থেকেই ছবির গল্পে অনুপ্রেরণা নেওয়া হয়েছে। যদিও ছবিতে শাকিব খান সরাসরি সেনা কর্মকর্তার চরিত্রে অভিনয় করছেন না। ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, তাকে দেখা যাবে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার সাবেক দক্ষ এজেন্ট হিসেবে, যিনি দেশের জন্য একের পর এক ঝুঁকিপূর্ণ ও লোমহর্ষক অপারেশন সম্পন্ন করেন।
গল্পে অ্যাকশন, রাজনৈতিক পরিস্থিতি, দায়িত্ব পালনকালে এক এজেন্টের মানসিক টানাপোড়েন এবং তার ব্যক্তিগত জীবনের দ্বন্দ্ব—সবকিছুই থাকবে। দর্শকরা বাস্তব ঘটনার ছোঁয়ার পাশাপাশি নাটকীয়তা ও রোমাঞ্চকর দৃশ্যও উপভোগ করবেন।
পরিচালক সাকিব ফাহাদ জানিয়েছেন, এটি তার ক্যারিয়ারের সবচেয়ে চ্যালেঞ্জিং কাজ। আন্তর্জাতিক মান বজায় রেখে ছবিটি নির্মাণের পরিকল্পনা রয়েছে। আগামী ডিসেম্বরেই ছবিটি মুক্তি পাবে বাংলাদেশসহ যুক্তরাষ্ট্র, কানাডা ও মধ্যপ্রাচ্যের প্রেক্ষাগৃহে একযোগে।
চলচ্চিত্রপ্রেমীরা মনে করছেন, দীর্ঘদিন পর ঢালিউডে এমন ভিন্নধর্মী ও আন্তর্জাতিক কনটেন্টসমৃদ্ধ সিনেমা দর্শকদের হলে ফেরাতে বড় ভূমিকা রাখতে পারে।