Home সারাদেশ নদীর বুক চিরে জেগে ওঠা প্রত্যাশা: লালমনিরহাটের মানুষের স্বপ্ন মানববন্ধনে

নদীর বুক চিরে জেগে ওঠা প্রত্যাশা: লালমনিরহাটের মানুষের স্বপ্ন মানববন্ধনে

 মোঃ গোলাপ মিয়া, আদিতমারী, লালমনিরহাট : জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগেই তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়নের দাবিতে লালমনিরহাট জেলার পাঁচ উপজেলার সংবাদকর্মীরা মানববন্ধন পালন করেছেন। মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, দুপুর ১২টায় লালমনিরহাটের মিশন মোড় চত্বরে বাংলাদেশ প্রেসক্লাবের লালমনিরহাট জেলা শাখা, আদিতমারী, কালীগঞ্জ, হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলা শাখার সংবাদকর্মীরা একত্রিত হয়ে এই কর্মসূচি সম্পন্ন করেন।

মানববন্ধনে বক্তারা সতর্ক করেন যে তিস্তা নদী বর্তমানে ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছে। একদিকে নদীর ভাঙন ও ক্ষয় হচ্ছে এবং অন্যদিকে নদীর কিছু অংশ বালুচরে রূপান্তরিত হচ্ছে। তারা জানান, তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়িত হলে রংপুর অঞ্চলের লাখো মানুষের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। অন্যদিকে নদীর তীরবর্তী সাধারণ মানুষ বাড়িঘর হারানোর ঝুঁকিতে রয়েছে। শুষ্ক মৌসুমে নদী শুকিয়ে মরুভূমির সৃষ্টি হচ্ছে এবং বর্ষায় প্রবল স্রোতে গরু, ছাগল, হাঁস-মুরগি, ঘরবাড়ি, ফসল ও জমি ভেসে যায়।

বাংলাদেশ প্রেসক্লাব আদিতমারী উপজেলা শাখার সভাপতি মোঃ গোলাপ হোসেন মানববন্ধনে বলেন, বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ডঃ মোঃ ইউনুস রংপুর বিভাগের উন্নয়নে বৈষম্য লক্ষ্য করেছেন। তাই তিনি তিস্তা মেগা প্রকল্প দ্রুত বাস্তবায়নের জন্য জাতীয় নির্বাচনের তারিখ নির্ধারণের আগে সরকারের কাছে দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

বক্তারা তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়ন, নদীর দুই তীরের ভাঙন রোধে টেকসই বাঁধ নির্মাণ, ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসন এবং নদী খনন কার্যক্রম ত্বরান্বিত করার জন্য সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন।

বাংলাদেশ প্রেসক্লাব লালমনিরহাট জেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি ও রংপুর বিভাগীয় সভাপতি এস আর শরিফুল ইসলাম রতন মানববন্ধনের নেতৃত্ব দেন। তিনি বলেন, “জাগো বাহে তিস্তা,” উত্তর অঞ্চলের তিস্তা মহা পরিকল্পনা বাস্তবায়নের জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন করে যাচ্ছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক এবং লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। তিনি তিস্তা মেগা প্রকল্প দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে রাজপথে আন্দোলন চালিয়ে আসছেন।

অন্যান্য বক্তাদের মধ্যে ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন আদিতমারী উপজেলা শাখার সভাপতি মোঃ গোলাপ হোসেন এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, কালীগঞ্জ, হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক এবং আরও অনেকে।

বক্তারা মানববন্ধনে তিস্তা মেগা প্রকল্পের মাধ্যমে উত্তরবঙ্গের জনজীবন ও অর্থনীতি পুনরুজ্জীবিত করার আহ্বান জানান। তারা সতর্ক করেন, এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে তিস্তা নদী তার অস্তিত্ব হারাবে এবং মানুষ হারাবে জীবন ও জীবিকা।

মানববন্ধন শেষে উপস্থিত সংবাদকর্মীরা একযোগে প্রকল্প বাস্তবায়নের দ্রুত পদক্ষেপের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।