Home গাড়িবাজার তুরস্কের গাড়ি শিল্পের রপ্তানি নতুন রেকর্ডে

তুরস্কের গাড়ি শিল্পের রপ্তানি নতুন রেকর্ডে

সংগৃহীত ছবি

বিজনেসটুডে২৪ ডেস্ক: তুরস্কের অটোমোবাইল খাত ২০২৫ সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত সময়ের মধ্যে ইতিহাসের সর্বোচ্চ রপ্তানি আয় করেছে। তুরস্কের রপ্তানি সংস্থা ও আনাদোলু এজেন্সির তথ্য অনুযায়ী, এ সময় দেশটির গাড়ি শিল্পের রপ্তানি আয় দাঁড়িয়েছে ৩৪ বিলিয়ন ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১১.৬ শতাংশ বেশি।

বিশ্বব্যাপী অর্থনৈতিক অনিশ্চয়তা, ক্রমবর্ধমান সুরক্ষাবাদী বাণিজ্যনীতি ও বাজারের অস্থিরতার মধ্যেও তুরস্কের গাড়ি শিল্প এই রপ্তানি সাফল্য অর্জন করেছে। এর ফলে দেশটির অন্যতম প্রধান রপ্তানি খাত হিসেবে অটোমোবাইল শিল্প টানা তৃতীয় বছরের মতো শীর্ষস্থান ধরে রেখেছে।

রিপোর্টে বলা হয়, ২০২৪ সালের একই সময়ে তুরস্কের অটোমোবাইল রপ্তানি ছিল ৩০.৫ বিলিয়ন ডলার, ২০২৩ সালে ২৮.৭ বিলিয়ন এবং ২০২২ সালে ২৫ বিলিয়ন ডলার। করোনা মহামারির সময় ২০২১ ও ২০২০ সালে এই খাতে রপ্তানি যথাক্রমে ২৩.৯ ও ২০.১ বিলিয়ন ডলারে নেমে এসেছিল।

তুরস্কের মোট রপ্তানির ১৭.৫ শতাংশই এখন গাড়ি শিল্প থেকে আসে। তুরস্কের মোট রপ্তানি জানুয়ারি-অক্টোবর সময়ে ৩.৯ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ২২৪.৬ বিলিয়ন ডলারে। শুধু অক্টোবর মাসেই রপ্তানি আয় হয়েছে ২৪ বিলিয়ন ডলার।

সবচেয়ে বেশি রপ্তানি হয়েছে জার্মানিতে, যার পরিমাণ ৫.৬ বিলিয়ন ডলার। এর পরেই রয়েছে ফ্রান্স (৩.৯ বিলিয়ন), যুক্তরাজ্য (৩.৪ বিলিয়ন), স্পেন (২.৯ বিলিয়ন) এবং ইতালি (২.৭ বিলিয়ন ডলার)। জার্মানির বাজারে রপ্তানি বৃদ্ধির পরিমাণই সবচেয়ে বেশি—প্রায় ১.৫ বিলিয়ন ডলার।

প্রদেশভিত্তিক হিসেবে, উত্তর-পশ্চিমাঞ্চলীয় কোকায়েলি প্রদেশ ছিল তুরস্কের সবচেয়ে বড় গাড়ি রপ্তানিকারক অঞ্চল, যেখানে ১০ মাসে আয় হয়েছে ১০.১ বিলিয়ন ডলার। এরপরের অবস্থানে রয়েছে বুরসা (৭.৪ বিলিয়ন), ইস্তাম্বুল (৭.২ বিলিয়ন), সাকারিয়া (৪ বিলিয়ন) এবং আঙ্কারা (১.৪ বিলিয়ন ডলার)।

বিশেষজ্ঞদের মতে, যুক্তরাষ্ট্রের সুরক্ষাবাদী শুল্কনীতি ও বৈশ্বিক বাণিজ্য উত্তেজনার মধ্যেও তুরস্ক তার গাড়ি উৎপাদন ও রপ্তানি সক্ষমতা ধরে রাখতে সক্ষম হয়েছে। দেশটির গাড়ি নির্মাতা ও যন্ত্রাংশ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো আন্তর্জাতিক বাজারে ক্রমবর্ধমানভাবে প্রতিযোগিতামূলক অবস্থান তৈরি করছে।

তুরস্কের বাণিজ্য বিশ্লেষকরা মনে করছেন, ইউরোপীয় বাজারে স্থিতিশীল চাহিদা, উচ্চমানের যন্ত্রাংশ উৎপাদন এবং দ্রুত সরবরাহ সক্ষমতাই তুরস্কের অটোমোবাইল রপ্তানিকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে।