মোস্তফা তারেক, নিউইয়র্ক: যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য-পশ্চিমাঞ্চলজুড়ে আঘাত হানা এক শক্তিশালী তুষারঝড় ও তীব্র শৈত্যপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগে এখন পর্যন্ত অন্তত ১৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
তুষারঝড়টি বর্তমানে পূর্ব উপকূলের দিকে অগ্রসর হচ্ছে, যার ফলে দেশটির প্রায় ২০ কোটি মানুষ আবহাওয়া সতর্কতার আওতায় রয়েছে।
ব্যাপক ক্ষয়ক্ষতি ও বিদ্যুৎ বিপর্যয়
ঝড়ের কবলে পড়ে টেনিসি, মিসিসিপি, লুইজিয়ানা এবং কেনটাকিসহ বিভিন্ন অঙ্গরাজ্যে ১০ লক্ষাধিক মানুষ বিদ্যুৎহীন অবস্থায় রয়েছেন। আর্কটিক বায়ুর প্রভাবে তাপমাত্রা আশঙ্কাজনকভাবে কমে হিমাঙ্কের নিচে ২০ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে।
নিউইয়র্কের কোপেনহেগেনে রেকর্ড সর্বনিম্ন -৪৯ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা নথিভুক্ত করা হয়েছে।
স্থবির হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা
তুষারঝড় ও বরফ জমার কারণে যাতায়াত ব্যবস্থা চরমভাবে ব্যাহত হচ্ছে। ফ্লাইট-ট্র্যাকিং ওয়েবসাইট ‘ফ্লাইটঅ্যাওয়ার’-এর তথ্য অনুযায়ী, গত শনিবার থেকে সোমবার পর্যন্ত ১৯,০০০-এর বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে।
এর মধ্যে শুধু রবিবারই বাতিল হয়েছে ১১,০০০ ফ্লাইট, যা করোনা মহামারীর পর এক দিনে সর্বোচ্চ বাতিলের রেকর্ড। ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্ট এবং নিউইয়র্কের লা-গার্ডিয়া এয়ারপোর্টের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
জরুরি অবস্থা ও সরকারি পদক্ষেপ
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ঝড়কে ‘ঐতিহাসিক’ হিসেবে বর্ণনা করেছেন এবং সাউথ ক্যারোলিনা, ভার্জিনিয়া, মেরিল্যান্ডসহ ১২টি অঙ্গরাজ্যে ফেডারেল দুর্যোগ ঘোষণা অনুমোদন করেছেন। ইতোমধ্যে ১৭টি অঙ্গরাজ্য ও ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়া আবহাওয়া সংক্রান্ত জরুরি অবস্থা জারি করেছে।
নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি বৈরী আবহাওয়ার কারণে স্কুলগুলোতে দূরশিক্ষণ (রিমোট লার্নিং) কার্যক্রম চালু করেছেন এবং গৃহহীনদের আশ্রয়ের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছেন।
প্রাণহানি ও সতর্কতা
ঝড় সংশ্লিষ্ট দুর্ঘটনায় এখন পর্যন্ত লুইজিয়ানা, টেক্সাস, কানসাস, মিশিগান এবং টেনিসিতে মৃত্যুর ঘটনা ঘটেছে। এছাড়া নিউইয়র্ক সিটিতে প্রচণ্ড ঠান্ডায় অন্তত ৫ জনের মৃত্যু হয়েছে।
জাতীয় আবহাওয়া দপ্তর (NWS) সতর্ক করেছে যে, ঝড়ের পর আসা তীব্র শৈত্যপ্রবাহের কারণে রাস্তাঘাট বরফে ঢাকা থাকবে এবং বিদ্যুৎলাইন জমে গিয়ে পরিস্থিতি আরও দীর্ঘস্থায়ী হতে পারে।
কর্তৃপক্ষ নাগরিকদের নিরাপদ থাকতে এবং বিশেষ প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছে।