আন্তর্জাতিক ডেস্ক:
মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক উত্তেজনার মাঝে আশার আলো হয়ে এসেছে যুদ্ধবিরতির সম্ভাবনা। এরই প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধরনের পতন লক্ষ্য করা যাচ্ছে। সোমবার ও মঙ্গলবার দুই দিনে ব্রেন্ট ও ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দর গড়ে ৩ দশমিক ৫ শতাংশ হ্রাস পেয়েছে।
রয়টার্স ও ব্লুমবার্গ সূত্রে জানা গেছে, ব্রেন্ট ক্রুড অয়েলের মূল্য নেমে এসেছে ব্যারেলপ্রতি ৬৮ দশমিক ৮ ডলারে, যা গত ৩০ দিনের মধ্যে সর্বনিম্ন। একই সময়ে ডব্লিউটিআই-এর দাম দাঁড়িয়েছে ৬৫ দশমিক ৫ ডলারে। বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্রের কূটনৈতিক উদ্যোগে ইরান ও ইসরায়েলের মধ্যে সম্ভাব্য সমঝোতা এবং হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত হওয়ার আভাস বাজারকে কিছুটা স্থিরতা দিয়েছে।
সম্প্রতি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ছায়া সংঘর্ষ এবং ইসরায়েলি প্রতিক্রিয়ার কারণে বিশ্বজুড়ে তেলের বাজারে ব্যাপক উদ্বেগ ছড়িয়ে পড়ে। একপর্যায়ে জুনের মাঝামাঝিতে ব্রেন্ট অয়েলের দাম ৭৫ ডলারের ঘরে পৌঁছে যায়। তখন বাজার বিশ্লেষকেরা আশঙ্কা করেছিলেন, হরমুজ প্রণালি বন্ধ হলে এই দাম ১১০ ডলার ছাড়িয়ে যেতে পারে।
তবে গত ৪৮ ঘণ্টায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও কাতার সরকারের উদ্যোগে মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির একটি কাঠামো তৈরি হয়েছে বলে জানা গেছে। এটি বাস্তবায়িত হলে তেল সরবরাহ স্বাভাবিক থাকবে, এমন প্রত্যাশায় ব্যবসায়ীরা বাজার থেকে বিনিয়োগ সরিয়ে নিচ্ছেন, যার ফলে দাম পড়ছে।
জ্বালানি বিশ্লেষক জেসন শেনকার বলেন, ‘এই মুহূর্তে বাজারে প্রত্যাশার প্রতিফলন ঘটছে। রাজনৈতিক অস্থিরতা যদি না বাড়ে, তাহলে আগামী সপ্তাহে তেলের দাম আরও ২ থেকে ৩ ডলার পর্যন্ত কমে যেতে পারে।’
এদিকে বাংলাদেশে পেট্রোবাংলার সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক বাজারে দরপতনের ফলে এখনই দেশের ভোক্তাপর্যায়ে জ্বালানি তেলের দাম পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই। কারণ দেশে আমদানিকৃত তেল এখনও আগের দরেই ক্রয় করা হয়েছে।
বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) সাম্প্রতিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বাজারের স্থিতিশীলতার জন্য রাজনৈতিক স্থিরতা অপরিহার্য। হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত হলে বাজারে দীর্ঘস্থায়ী ভারসাম্য ফিরে আসবে বলে তারা আশা প্রকাশ করেছে।
তবে অনেক বিশ্লেষক এখনো সতর্ক। কারণ, ইরান কিংবা ইসরায়েল যে কোনো মুহূর্তে আগের অবস্থানে ফিরে যেতে পারে। ফলে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি স্থায়ীভাবে নিয়ন্ত্রণে না এলে তেলের বাজারে অস্থিরতা থেকেই যাবে।
আপনার মতামত জানান — কমেন্ট করুন!
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সঙ্গে।
নতুন আপডেট পেতে Follow করুন বিজনেসটুডে২৪-এর ফেসবুক পেজ।