Home Uncategorized সারাদেশে তাপদাহের তাণ্ডব: জনজীবনে চরম দুর্ভোগ

সারাদেশে তাপদাহের তাণ্ডব: জনজীবনে চরম দুর্ভোগ

ছবি সংগৃহীত

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: সারা দেশে ভয়াবহ তাপদাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। চুয়াডাঙ্গায়  সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪১.২ ডিগ্রি সেলসিয়াস, যা চলতি বছরের সর্বোচ্চ। এছাড়া যশোর, রাজশাহী, খুলনা, পাবনা, কুষ্টিয়া, রংপুরসহ বিভিন্ন জেলায় তাপমাত্রা ৩৯ থেকে ৪০ ডিগ্রির মধ্যে উঠানামা করছে।

রোদ ও গরমে সবচেয়ে বেশি ভুগছেন খোলা আকাশের নিচে কাজ করা শ্রমজীবী মানুষ। ঢাকার গাবতলী বাসস্ট্যান্ডে দেখা গেল, রিকশাচালক রফিকুল ইসলাম মাথায় ভেজা গামছা বেঁধে ক্লান্ত হয়ে বসে আছেন। তিনি বলেন, “রোদে রিকশা চালানো যাচ্ছে না, শরীর দুর্বল হয়ে যাচ্ছে।”

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক জানান, গত ২৪ ঘণ্টায় হিটস্ট্রোক ও পানিশূন্যতায় আক্রান্ত হয়ে অন্তত ৩০ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

তাপদাহের কারণে অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উপস্থিতি কমে গেছে। কিছু স্কুলে দুপুরের পর ক্লাস বাতিল করা হয়েছে। শিক্ষার্থীদের অভিভাবকরা শিশুদের স্বাস্থ্যের কথা বিবেচনা করে স্কুলে পাঠানো থেকে বিরত থাকছেন।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২-৩ দিন দেশের বিভিন্ন অঞ্চলে তাপদাহ অব্যাহত থাকতে পারে। বিশেষ করে উত্তর-পশ্চিমাঞ্চলে তাপমাত্রা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

চিকিৎসক ও বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন, এই সময়ে বেশি করে পানি ও স্যালাইন পান করতে, রোদে সরাসরি না যেতে এবং হালকা ও সুতির পোশাক পরিধান করতে।