দীপিকা কক্কর

বিনোদন ডেস্ক:

পর্দার সুখী দম্পতি বাস্তবেও বহু বছর ধরে গড়েছেন এক পরিপাটি সংসার। এমনই এক মিষ্টি গল্পের নাম দীপিকা কক্কর ও শোয়েব ইব্রাহিম। জনপ্রিয় এই টেলিভিশন তারকা জুটি তাঁদের প্রতিদিনের জীবন ভাগ করে নেন লক্ষ লক্ষ অনুরাগীর সঙ্গে। ইউটিউব ভ্লগে তুলে ধরেন সংসারের ছোট ছোট মুহূর্ত। কিন্তু সেই খুশির ফ্রেমেই এবার জায়গা করে নিয়েছে উদ্বেগ, কষ্ট আর চিকিৎসার আতঙ্ক।

শোয়েব ইব্রাহিম নিজেই ভাঙা গলায় জানিয়েছেন, তাঁর স্ত্রী দীপিকার লিভারের বাম দিকে একটি বড় টিউমার ধরা পড়েছে। ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, দীপিকার শরীর ভালো নেই। ওর পেটে ব্যথা হচ্ছিল। প্রথমে ভেবেছিল অ্যাসিডিটি, কিন্তু পরে যন্ত্রণা বেড়ে গেলে পরীক্ষা করানো হয়। রক্তপরীক্ষা, তারপর সিটি স্ক্যানের পর জানা যায়, ওর লিভারে টিউমার রয়েছে। আকারটা ছোট নয়, একেবারে টেনিস বলের মতো।

দীর্ঘ এই ভিডিওতে শোয়েব স্পষ্ট করে দেন, এই টিউমার ক্যানসার কি না, সে বিষয়ে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। তবে এখন পর্যন্ত পাওয়া রিপোর্টে ক্যানসারের সম্ভাবনা নেই বলেই চিকিৎসকরা জানিয়েছেন, যা তাঁদের কাছে সাময়িক স্বস্তির খবর। যদিও পুরোপুরি নিশ্চিত হওয়ার জন্য আরও কয়েকটি বিশেষায়িত পরীক্ষা প্রয়োজন।

শোয়েব জানান, এই মুহূর্তে তাঁদের মানসিক অবস্থা খুব কঠিন। দীপিকাকে ভর্তি করে অস্ত্রোপচার করাতে হবে, চিকিৎসকদের সেই প্রস্তুতি শুরু হয়ে গেছে। কিন্তু এই সময়েই নতুন এক চ্যালেঞ্জ দেখা দিয়েছে। তাঁদের ছোট ছেলে রুহানের বয়স এখনো তিন হয়নি, এবং সে এখনো স্তন্যপান করে। এই অবস্থায় দীপিকার হাসপাতালে ভর্তি হওয়া ও অস্ত্রোপচারের সময়টায় সন্তানকে সামলানোয় বিশাল চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়েছেন শোয়েব।

আমি তখন চণ্ডীগড় ছিলাম, দীপিকা একা ছিল মুম্বইয়ে। ও যন্ত্রণায় ছটফট করছিল। আজ বুঝি, আমি যদি পাশে থাকতাম হয়তো ওর সাহস কিছুটা বাড়ত। ভিডিওতে কান্না চেপে রাখতে চেয়েও ব্যর্থ হন শোয়েব।

শুধু একটি তারকা-দম্পতির চিকিৎসাজনিত খবর নয়, এই ভিডিও যেন একেবারে সাধারণ এক পরিবারের উদ্বেগ, অসহায়তা আর অজানা আশঙ্কার চিত্র তুলে ধরে। মা হিসেবে দীপিকার চিন্তা সন্তানকে নিয়ে, স্বামী হিসেবে শোয়েবের উদ্বেগ স্ত্রীর সুস্থতা আর পরিবারের ভারসাম্য নিয়ে। ভক্তদের উদ্দেশে শোয়েব বারবার বলেন, দয়া করে আমাদের জন্য প্রার্থনা করুন। আমরা মানসিকভাবে খুব দুর্বল হয়ে পড়েছি।

এখন দীপিকার সামনে অস্ত্রোপচার ও দীর্ঘ পুনরুদ্ধারের সময়। অভিনেত্রী হিসেবে নয়, একজন মা, একজন স্ত্রী ও একজন নারীর যুদ্ধে জয়ের জন্য প্রার্থনায় শামিল হচ্ছেন তাঁদের লক্ষাধিক অনুরাগী। সামাজিক মাধ্যমে ইতিমধ্যেই শুরু হয়েছে শুভকামনার স্রোত।

এই কঠিন মুহূর্তে দীপিকা ও শোয়েবের সাহস, বিশ্বাস এবং ভালোবাসাই হয়ে উঠেছে তাঁদের একমাত্র অবলম্বন।