Home বিনোদন দীপিকা পাড়ুকোনের নয়া যাত্রা, আল্লু অর্জুনের সঙ্গে বড় পর্দায় ফিরছেন

দীপিকা পাড়ুকোনের নয়া যাত্রা, আল্লু অর্জুনের সঙ্গে বড় পর্দায় ফিরছেন

বিনোদন ডেস্ক: মাতৃত্বকালীন ছুটি শেষে অবশেষে বড় পর্দায় ফিরছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। দীর্ঘ বিরতির পর তিনি রাজি হয়েছেন নতুন ছবিতে কাজ করার জন্য। গত বছর (২০২৪ সালের) ৮ সেপ্টেম্বর কন্যা সন্তান দুয়ার জন্ম দেন দীপিকা ও তার স্বামী অভিনেতা রণবীর সিং। কন্যার জন্মের পর থেকেই সম্পূর্ণভাবে সংসার ও সন্তানকে সময় দিচ্ছিলেন এই তারকা। প্রায় এক বছরেরও বেশি সময় ধরে চলচ্চিত্র থেকে দূরে থাকায় ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন তাঁর ফেরার জন্য। এবার সেই প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে।

মাতৃত্বের আগে দীপিকার হাতে ছিল সন্দীপ রেড্ডি ভাঙ্গার বহুল আলোচিত প্রজেক্ট স্পিরিট। ছবিতে অভিনয়ের জন্য তিনি শর্ত দিয়েছিলেন— দিনে আট ঘণ্টার বেশি শুটিং করবেন না এবং নির্দিষ্ট পারিশ্রমিকও দাবি করেছিলেন। কিন্তু কাজের সময় ও পারিশ্রমিক নিয়ে পরিচালকের সঙ্গে মতবিরোধ তৈরি হয়। শেষ পর্যন্ত সেই প্রজেক্ট থেকে বাদ পড়তে হয় অভিনেত্রীকে। এরপর থেকে তিনি পুরোপুরি সংসার ও নবজাতকের দেখাশোনায় মনোযোগী ছিলেন।

তবে এবার সব জল্পনা কাটিয়ে দীপিকা যোগ দিচ্ছেন দক্ষিণী তারকা আল্লু অর্জুনের সঙ্গে একটি বিগ বাজেট ছবিতে। ছবির নাম আপাতত রাখা হয়েছে এএ২২এক্সএ৬ (AA22XA6)। ছবিটি পরিচালনা করছেন অ্যাটলি, যিনি শাহরুখ খানের সঙ্গে জওয়ান ছবির সাফল্যের পর এবার দক্ষিণী ও বলিউড তারকাদের নিয়ে নির্মাণ করতে যাচ্ছেন নতুন এই মেগা প্রজেক্ট। সূত্র অনুযায়ী, দীপিকার চরিত্রটি হবে অ্যাকশনঘরানার, যেখানে তাকে বেশ কিছু চ্যালেঞ্জিং লড়াইয়ের দৃশ্যে দেখা যাবে। মা হওয়ার পর প্রথমবারের মতো অ্যাকশন চরিত্রে তাঁকে দেখার সুযোগ পাবে দর্শক। ছবিতে তাঁর বিপরীতে থাকবেন আল্লু অর্জুন, যিনি ইতিমধ্যেই পুষ্পা সিরিজের সাফল্যে দক্ষিণী সিনেমার সীমানা পেরিয়ে আন্তর্জাতিক জনপ্রিয়তা অর্জন করেছেন।

এই ছবিতে দীপিকা ও আল্লু অর্জুন ছাড়াও থাকছেন দক্ষিণী তারকা রাশমিকা মান্দানা, বলিউডের তরুণ নায়িকা জাহ্নবী কাপুর এবং ম্রুনাল ঠাকুর। ফলে ছবিটি মুক্তির আগেই তারকাখচিত লাইনআপের কারণে ব্যাপক আলোচনায় রয়েছে। জানা গেছে, দীপিকা নভেম্বর থেকে শুটিংয়ে অংশ নেবেন এবং টানা ১০০ দিন শুটিং করবেন। তাঁর সময়সূচি, শুটিংয়ের দিনসংখ্যা এবং অন্যান্য সুবিধা প্রযোজনা কর্তৃপক্ষ ইতিমধ্যেই নিশ্চিত করেছে। পরিবার ও কাজের মধ্যে ভারসাম্য রাখতে তিনি সব শর্ত পরিষ্কারভাবে জানিয়েই চুক্তি করেছেন।

ভক্তরা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন দীপিকার প্রত্যাবর্তনের জন্য। বিশেষ করে মা হওয়ার পর তাঁর অভিনয়ে ফেরা নিঃসন্দেহে ভিন্ন মাত্রা যোগ করবে। অনেকে বলছেন, মাতৃত্বের অভিজ্ঞতা হয়তো তাঁকে নতুন দৃষ্টিকোণ থেকে অভিনয় করতে সাহায্য করবে। বলিউড ও দক্ষিণী ইন্ডাস্ট্রির মিলিত এই প্রজেক্টটি যদি পরিকল্পনা মতো এগোয়, তবে এটি হতে পারে ২০২৬ সালের অন্যতম আলোচিত ও ব্যবসাসফল ছবি।