বিজনেসটুডে২৪ প্রতিনিধি, মিরসরাই: চট্টগ্রামের মিররসরাইয়ে ঘটেছে এক রসাল দুর্ঘটনা! যেখানে বরযাত্রীরা বর নয়, বরং ভুল করে অন্য কারও বিরিয়ানির পাত্রে মুখ দিয়েছেন! খাবার আর বিয়ের ঠিকানার এমন বিভ্রান্তিতে এখন গোটা এলাকায় হাসির রোল।
ঘটনা ঘটেছে শুক্রবার (২৫ জুলাই) মিররসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নে। মাত্র ৫০০ মিটার দূরত্বে অবস্থিত ফাইভ স্টার কমিউনিটি সেন্টার এবং সোনালী কমিউনিটি সেন্টারে চলছিল দুইটি বিয়ের অনুষ্ঠান।
তবে ভাগ্যের এমন খেল, সোনালী কমিউনিটি সেন্টারের ৭০ জন বরযাত্রী ভুল করে ঢুকে পড়েন ফাইভ স্টার কমিউনিটি সেন্টারে। আর সেখানে একেবারে রাজকীয় কায়দায় খেয়ে নেন অন্য বিয়ের বিরিয়ানি, রোস্ট, কাবাব, বোরহানি!
‘খাইয়া দোস্ত, বিয়াত কই?’
ঘটনা টের পাওয়া যায় যখন মূল বরপক্ষের কেউ একজন বললেন, “আমাগো বর তো এখনো আসছে না, আপনি কার?”
তখন হঠাৎ বরযাত্রীরা বললেন, “বিয়ের সময় তো বলছিল ১টা, খাবার পাইলাম, খাইলাম… বর আসুক পরে!”
আয়োজকদের প্রতিক্রিয়া?
ফাইভ স্টার কমিউনিটি সেন্টারের বিয়ের আয়োজক সদস্য তাসিব তানজিল অবশ্য বিষয়টিকে আল্লাহর রহমত বলেই দেখছেন। তিনি বলেন,
“ওনারা ১০০ জন খাওয়ার পরও আমাদের খাবার রয়ে গেছে। যার রিজিক যেখানে লেখা থাকে, সে ঠিক সেখানেই যায়। আলহামদুলিল্লাহ।”
আর স্থানীয়দের কী মত?
স্থানীয় রবিউল সুমন জানালেন, “আমাদের বাড়ির পাশে বিএনপির এক নেতার মেয়ের বিয়ে হচ্ছিল সোনালী ক্লাবে। কিন্তু বরযাত্রীরা সরাসরি ঢুকে গেল পাশের ফাইভ স্টারে, খাইল সব… আবার ধন্যবাদও দিল!”
এখন প্রশ্ন উঠেছে—বিয়ের দিনে খাবারের আগে ভেন্যু কনফার্ম না করলে এমন ‘বিরিয়ানি বিভ্রাট’ কি ভবিষ্যতেও ঘটবে?
বরযাত্রীরাও ভাবছেন, “হোটেল ভুল হলে রাতটা শুধু বিছানা ছাড়া কাটে, কিন্তু বিয়ের ভেন্যু ভুল হলে পরদিন থেকে নতুন শালা-দুলাভাই ডাকতে হয়!”
গুগল ম্যাপে চোখ রাখুন, নয়তো কারও বর হয়ে খেয়ে যাবেন অন্য পাতের পোলাও!
এমন মজার, বাস্তব, রসালো ঘটনার জন্য চোখ রাখুন businesstoday24.com-এ!