Home সারাদেশ ২৫ কেজি দুধে গোসল: সাদুল্লাপুরে হৃদয়ের ‘শুদ্ধির নাটক’

২৫ কেজি দুধে গোসল: সাদুল্লাপুরে হৃদয়ের ‘শুদ্ধির নাটক’

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, গাইবান্ধা: সাদুল্লাপুরে এক ব্যতিক্রমী ও বিস্ময়কর দৃশ্যের সাক্ষী হলো ইদিলপুর ইউনিয়নের তরফপাহাড়ী গ্রাম। তালাকের পর ২৫ কেজি গরুর দুধ কিনে প্রকাশ্যে গোসল করেছেন হৃদয় মিয়া (২৫)। শুক্রবার বিকেলে জমিদার বাজারে স্থানীয় জনতার সামনে এই ‘শুদ্ধিকরণ’ অনুষ্ঠানটি সম্পন্ন করেন তিনি। ঘটনাটি মুহূর্তে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং তা ঘিরে সৃষ্টি হয় ব্যাপক চর্চা ও কৌতূহল।

স্থানীয়রা জানান, এক বছর আগে হৃদয় মিয়া একই গ্রামের রিয়া মনিকে ২ লাখ ৮৫ হাজার টাকা মোহরানায় বিয়ে করেন। কিন্তু শুরু থেকেই দাম্পত্য জীবনে কলহ লেগে ছিল। অবশেষে পারিবারিকভাবে গত বৃহস্পতিবার তাদের তালাক সম্পন্ন হয়, যেখানে স্ত্রী পক্ষ মোহরানার পুরো টাকা বুঝে পান।

তবে এর পরদিনই হৃদয় মিয়া যা করলেন, তা শুধু ব্যতিক্রম নয়, অনেকের চোখে নাটকীয়তাও বটে। স্থানীয় বাজার থেকে ২৫ কেজি দুধ কিনে প্রকাশ্যে গোসল করলেন তিনি। গোসল শেষে জনতার সামনে দাঁড়িয়ে জানালেন, “বিয়ের পর থেকে একপ্রকার যন্ত্রণা ছিল জীবন। শান্তির সংসার গড়ার চেষ্টা করেছি, পারিনি। তালাকের পর নিজেকে ‘শুদ্ধ’ করতে চেয়েছি, তাই এই দুধ-গোসল।”

ঘটনাটি ভাইরাল হওয়ার পর সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ এটিকে মানসিক ভারমুক্তির প্রতীক বলছেন, কেউ ব্যঙ্গ করে বলছেন ‘ফেসবুক ফেমের খেলা’। এক তরুণ মন্তব্য করেছেন, “এটা নতুন ট্রেন্ড শুরু করতে পারে – ‘ডিভোর্স ক্লিনসিং সেরিমনি’!” আবার অনেকেই হৃদয়ের সাহসিকতাকে শ্রদ্ধা জানিয়েছেন।

এমন আরও ঘটনা কোথাও ঘটেছে?

সম্প্রতি ভারতের মধ্যপ্রদেশে তালাকের পর এক যুবক নিজের বাড়ির সামনে ঢোল-বাদ্য বাজিয়ে ‘স্বাধীনতা উৎসব’ পালন করেছিলেন। এমনকি ‘সিঙ্গল লাইফ ইজ বেস্ট’ লেখা প্ল্যাকার্ড হাতে ছবি তুলেও ভাইরাল হন তিনি। পাকিস্তানের পাঞ্জাবে এক যুবক স্ত্রীকে তালাক দেওয়ার পর মিষ্টি বিলিয়ে এলাকায় ‘মুক্তি উৎসব’ পালন করেন।

এইসব ঘটনাগুলো সামাজিক ও মানসিক চাপের প্রকাশ হলেও, কিছুটা বিয়ের প্রথাগত ও একচেটিয়া আবেগী কাঠামোর বিরুদ্ধে একধরনের বিদ্রোহ হিসেবেও অনেকে দেখছেন। বিশেষজ্ঞরা বলছেন, এসব প্রতিক্রিয়া মানসিক অস্থিরতার বহিঃপ্রকাশ হলেও, সামাজিক পটভূমিতে পরিবর্তনের ইঙ্গিতও বহন করে।

স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এ ঘটনায় কেউ মন্তব্য না করলেও পুরো এলাকায় আলোচনার ঝড় উঠেছে।

👉 আরও আপডেটের জন্য চোখ রাখুন বিজনেসটুডে২৪.কম-এ।