বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: বিশ্বের দূষিত শহরের তালিকায় আজ পঞ্চম স্থানে রাজধানী ঢাকা। রোববার সকাল সাড়ে ৯ টার দিকে এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই-বায়ুর মান সূচক) স্কোর ছিল ১৮৯।
বায়ু দূষণের এ তালিকায় প্রথম স্থানে রয়েছে ভারতের কলকাতা স্কোর ২০৩ । আর ১৯৮ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ঘানার রাজধানী আক্রা, ১৯৩ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে মিশরের রাজধানী কায়রো ।
প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই স্কোর একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তাদের কোনো ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে কি না, তা জানায়।
বায়ুদূষণ বেশি হলে সবচেয়ে ঝুঁকিতে থাকেন সংবেদনশীল গোষ্ঠীর ব্যক্তিরা। তাদের মধ্যে আছেন বয়স্ক, শিশু, অন্তঃসত্ত্বা ও জটিল রোগে ভোগা ব্যক্তিরা। তাদের বিষয়ে বিশেষ যত্নবান হওয়া দরকার বলে পরামর্শ বিশেষজ্ঞদের।










