Home বিনোদন টলিউডে দেব-ইধিকা জুটি: রূপালি পর্দা থেকে ব্যক্তিগত জীবনে

টলিউডে দেব-ইধিকা জুটি: রূপালি পর্দা থেকে ব্যক্তিগত জীবনে

দেব ও ইধিকা
বিনোদন ডেস্ক: টলিউডে এখন আলোচনার কেন্দ্রে দেব ও ইধিকা পালের জুটি। একের পর এক সিনেমায় একসঙ্গে অভিনয় করায় দর্শকের কাছে তাদের রসায়ন নিয়ে কৌতূহল তুঙ্গে উঠেছে।

এই জুটির পথচলা শুরু হয়েছিল ‘খাদান’ সিনেমা দিয়ে। মুক্তির পর ছবিটি ব্যবসাসফল না হলেও দেব-ইধিকার পর্দার রসায়ন দর্শকের নজর কাড়ে। সেই সাফল্যের পরপরই আরও দুটি বড় প্রজেক্টে একসঙ্গে দেখা যাচ্ছে তাদের। ‘রঘু ডাকাত’-এর শুটিং ইতিমধ্যে শেষ হয়েছে এবং এটি শিগগির মুক্তির অপেক্ষায়। অন্যদিকে, দেবের পারিবারিক ড্রামা ঘরানার বহুল আলোচিত সিক্যুয়েল ‘প্রজাপতি ২’-এও ইধিকা গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন।

দর্শক যেমন তাদের অনস্ক্রিন রসায়ন নিয়ে মুগ্ধ, তেমনি টলিউডের অন্দরে চলছে ভিন্ন আলোচনাও। শোনা যাচ্ছে, শুধু সিনেমার সেটেই নয়, ব্যক্তিগত জীবনেও নাকি একে অপরের কাছাকাছি আসছেন দেব ও ইধিকা। এর ফলে দেব-রুক্মিণীর দীর্ঘ দিনের সম্পর্ক নিয়ে নানা প্রশ্ন উঠেছে। মাঝখানে রুক্মিণী ইনস্টাগ্রামে দেবকে আনফলো করেছিলেন বলে গুঞ্জন ছড়ায়। পরে যদিও তিনি বিষয়টিকে ‘টেকনিক্যাল গ্লিচ’ বলে ব্যাখ্যা দেন, তবু জল্পনা থামেনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ইধিকাকে সরাসরি প্রশ্ন করা হলে তিনি বলেন, “আমি এসব নিয়ে কখনো ভাবিইনি। এর আগে এমন কথা উঠলেও তা আমাকে বিচলিত করেনি। যারা আমার থেকে বড়, তাদেরও এসব নিয়ে ভাবায় না, তাহলে আমাকে কেন ভাবাবে?” তার বক্তব্য থেকেই বোঝা যায়, দেবের সঙ্গে সম্পর্ক নিয়ে গুঞ্জনে খুব একটা প্রভাবিত হন না তিনি।

ইধিকার অভিনয়জীবনের শুরু হয়েছিল ছোটপর্দায় ধারাবাহিক নাটক দিয়ে। তবে বড়পর্দায় প্রথম সুযোগ পান বাংলাদেশি সিনেমা ‘প্রিয়তমা’য়, যেখানে শাকিব খানের বিপরীতে তার অভিনয় প্রশংসিত হয়। এরপর টলিউডে ‘খাদান’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে নতুন এক দিগন্ত উন্মোচিত হয় তার ক্যারিয়ারে। আর এই সিনেমা থেকেই দেব-ইধিকার অনস্ক্রিন জুটিকে ঘিরে ভক্তদের আগ্রহ তুঙ্গে ওঠে।

বর্তমানে দেব টলিউডের অন্যতম শীর্ষ তারকা হিসেবে যেমন ব্যস্ত, তেমনি ইধিকাও ধীরে ধীরে নিজের জায়গা পোক্ত করছেন। তাদের একসঙ্গে আসন্ন সিনেমাগুলো মুক্তির পর দর্শকের আগ্রহ আরও বাড়বে বলেই মনে করছেন চলচ্চিত্রবিশ্লেষকরা। তবে ভক্তদের মনে প্রশ্ন থেকেই যাচ্ছে—এই রসায়ন কি কেবল রূপালি পর্দাতেই সীমাবদ্ধ থাকবে, নাকি বাস্তব জীবনেও নতুন অধ্যায়ের সূচনা করবে এই জুটি?