বিনোদন ডেস্ক: টলিউডের সবচেয়ে আলোচিত জুটি দেব ও রুক্মিণী। এক যুগেরও বেশি সময় ধরে সম্পর্কে থাকলেও তাঁদের ঘিরে প্রশ্নের অন্ত নেই। এই সম্পর্ক কি বিয়ের পথে? নাকি এবার সত্যিই ফাটল ধরেছে? সম্প্রতি ইন্ডাস্ট্রির অন্দরমহলে যখন বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়েছে, তখন সব জল্পনার অবসান ঘটিয়ে মুখ খুললেন দেব।
১২ বছর ধরে সম্পর্কে আছি। কেউ কি কোনওদিন আমাকে দেখেছে সেটা নিয়ে প্রচার করতে? তাহলে আজ কেন আমাকে এত প্রশ্নের উত্তর দিতে হবে? সরাসরি জবাব দিলেন সুপারস্টার। তাঁর দাবি, বাজারে অনেকেই ইচ্ছাকৃতভাবে গুজব ছড়াচ্ছেন। ইধিকা পালের সঙ্গে ‘রঘু ডাকাত’-এর কাজ, কিংবা রুক্মিণীর মুম্বই যাওয়ার খবর—সবকিছু নিয়েই চলছে কানাঘুষো। দেব জানান, রুক্মিণী একা নয়, তিনিও মুম্বইতে কাজের জন্য ফ্ল্যাট খোঁজ করছেন। মাসে অন্তত দশদিন তাঁকেও মুম্বইতে থাকতে হচ্ছে।
তবে কি বিচ্ছেদের গুঞ্জন সম্পূর্ণ ভিত্তিহীন? দেব বলেন, রুক্মিণীকে জাতীয় স্তরে প্রতিষ্ঠা দিতে তিনি নিজেই তাঁকে সাহস জুগিয়েছেন। আর সেই কারণেই এখন কাজের খাতিরে উভয়ের যাতায়াত বেড়েছে।
‘ধূমকেতু’ মুক্তির আগে দেব-শুভশ্রীর পুরনো ছবি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হলেও দেব জানিয়ে দিলেন, এখানে রুক্মিণীর আপত্তির কোনও ভিত্তি নেই। আইনগত জটিলতাই ছিল মুক্তির দেরির কারণ।
সবশেষে দেবের সাফ কথা, তিনি কাউকে এক্সপ্লয়েট করেননি, কাউকে কুপ্রস্তাব দেননি। তিনি রুক্মিণীর বন্ধু, সঙ্গী ও শুভাকাঙ্ক্ষী। বাইরের কথায় তাঁদের সম্পর্ক বদলাবে না।