Home বিনোদন নৈহাটিতে ভিড়ে দেব-শুভশ্রীর জাদু, জনসমুদ্রে মাতাল ভক্তরা

নৈহাটিতে ভিড়ে দেব-শুভশ্রীর জাদু, জনসমুদ্রে মাতাল ভক্তরা

বিনোদন ডেস্ক: বুধবার দুপুরে নৈহাটির রাস্তায় জমে ওঠে মানুষের স্রোত, দেশু জুটিকে স্বাগত জানাতে। নির্ধারিত সময়ে উপস্থিত হন রং মিলান্তি ‘প্রাক্তন’ জুটি দেব-শুভশ্রী, বড়মার দরবারে পুজো দিয়ে। উপস্থিত জনতার দিকে কেমিস্ট্রির ছোঁয়া ও হাইভোল্টেজ মুহূর্ত মুহূর্তে নজর কেড়েছে নেটপাড়াতেও।

মন্দিরে পাশাপাশি বসে ‘ধূমকেতু’র জন্য করজোড়ে প্রার্থনা, কানে-কানে ফিসফাস, একে-অপরের দিকে বাড়িয়ে দেওয়া ভরসার হাত—এই সবই ফ্রেমবন্দি হয়েছে। ভিড়ের মাঝে দেব শুভশ্রীকে আগলে গাড়ি পর্যন্ত পৌঁছে দিয়েছেন। এছাড়া দর্শকদের জন্য চেয়ারের উপর দাঁড়িয়ে হাত বাড়িয়ে অঙ্গীকার দেখানো, শুভশ্রীর আঁচল আগলে রাখা—সবই ছিল চোখ ধাঁধানো দৃশ্য।

অনুরাগীরা মন্তব্য করেছেন, “বাংলার শেষ সুপারস্টার জুটি দেব-শুভশ্রী।” ফলে স্লোগান ওঠে, “দেব-শুভশ্রী বিউটিফুল, হলে হলে হাউসফুল।”