Home আন্তর্জাতিক ইলন মাস্ক গড়ছেন ‘দ্য আমেরিকা পার্টি’, লক্ষ্য ৮০ শতাংশ মধ্যপন্থী

ইলন মাস্ক গড়ছেন ‘দ্য আমেরিকা পার্টি’, লক্ষ্য ৮০ শতাংশ মধ্যপন্থী

আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্রে মধ্যপন্থী ভোটারদের জন্য নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরির ইঙ্গিত দিয়েছেন টেসলা ও স্পেসএক্সের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। এক অনলাইন জরিপ ও পরপর কয়েকটি বিবৃতিতে তিনি সম্ভাব্য একটি রাজনৈতিক দলের রূপরেখা প্রকাশ করেছেন, যার নাম হতে পারে ‘দ্য আমেরিকা পার্টি’।

গত ৫ জুন নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) মাস্ক একটি জরিপ চালান। সেখানে প্রশ্ন ছিল “যুক্তরাষ্ট্রে কি এমন একটি নতুন রাজনৈতিক দল দরকার, যা প্রায় ৮০ শতাংশ মধ্যপন্থী জনগণকে প্রতিনিধিত্ব করবে?” ২৪ ঘণ্টার মধ্যে জরিপে অংশগ্রহণকারীদের প্রায় ৮০ শতাংশই হ্যাঁ ভোট দিয়েছেন। এর পরদিন মাস্ক লিখেছেন, “জনগণ রায় দিয়েছে… ৮০ শতাংশ মানুষের প্রতিনিধিত্ব করবে… এটাই নিয়তি।”

এই ঘোষণার পর অনেকেই ধরে নিচ্ছেন, মাস্ক যুক্তরাষ্ট্রে তৃতীয় একটি রাজনৈতিক দল গঠনের দিকে এগোচ্ছেন। এর নাম তিনি নিজেই প্রস্তাব করেছেন ‘দ্য আমেরিকা পার্টি’। তিনি বলেন, “এটি একটি এমন দল হতে পারে, যা অতীতের রাজনীতির ঊর্ধ্বে উঠে ভবিষ্যত মুখী ভাবনায় কাজ করবে।”

বিশ্লেষকরা মনে করছেন, মাস্কের এই পদক্ষেপ যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত হতে পারে। কারণ রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের বাইরে গিয়ে একটি শক্তিশালী তৃতীয় পক্ষ গঠন করার চেষ্টা অতীতে অনেকবার হলেও তা সফল হয়নি।

মাস্কের সঙ্গে এই উদ্যোগে মার্ক কিউবান ও অ্যান্ড্রু ইয়াংয়ের নামও উঠে এসেছে। অ্যান্ড্রু ইয়াং এর আগে ‘ফরওয়ার্ড পার্টি’ নামে একটি মধ্যপন্থী রাজনৈতিক দল গঠন করেছিলেন। ধারণা করা হচ্ছে, এদের একত্রিত করে একটি বৃহত্তর প্ল্যাটফর্ম গঠন হতে পারে।

তবে যুক্তরাষ্ট্রে নতুন দল গঠন করা সহজ নয়। প্রতিটি অঙ্গরাজ্যে নির্বাচনী ব্যালটে জায়গা পেতে হলে কঠোর আইন ও দীর্ঘ প্রক্রিয়া অনুসরণ করতে হয়। তাছাড়া রাজনৈতিক তহবিল সংগ্রহ এবং গণভিত্তি তৈরি করাও একটি বড় চ্যালেঞ্জ। যদিও ইলন মাস্কের আর্থিক সামর্থ্য ও সামাজিক প্রভাবকে বিবেচনায় রেখে অনেকেই বলছেন, তিনি চাইলে এই বাধাগুলো অতিক্রম করতে পারেন।

বর্তমানে ইলন মাস্কের সঙ্গে প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টানাপোড়েনও এই পরিস্থিতিকে জটিল করে তুলেছে। মাস্ক ট্রাম্পের অর্থনৈতিক নীতির সমালোচনা করেছেন এবং রক্ষণশীল রাজনীতির ‘অন্ধ অনুসারিতা’র বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। ফলে অনেকেই মনে করছেন, মাস্কের নতুন রাজনৈতিক উদ্যোগ ট্রাম্পের প্রভাব খর্ব করতে পারে।

আপনি কী মনে করেন—ইলন মাস্কের নেতৃত্বে একটি নতুন রাজনৈতিক দল যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ রাজনীতিতে ভারসাম্য ফিরিয়ে আনতে পারবে?
আপনার মতামত জানান আমাদের ফেসবুক পেজে অথবা নিচের মন্তব্য বক্সে।