Home Second Lead বান্দরবানে মডেল মসজিদ হবে ধর্মীয় সংস্কৃতি ও পর্যটনের মিলনস্থল: ধর্ম উপদেষ্টা

বান্দরবানে মডেল মসজিদ হবে ধর্মীয় সংস্কৃতি ও পর্যটনের মিলনস্থল: ধর্ম উপদেষ্টা

চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়ায়মডেল মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, বান্দরবান: পর্যটন নগরী বান্দরবানে নির্মিতব্য জেলা মডেল মসজিদকে ঘিরে ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে মন্তব্য করেছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেন, “এই মডেল মসজিদ শুধু নামাজ আদায়ের স্থান নয়, বরং ইসলামের আদর্শ, সংস্কৃতি এবং সাম্প্রদায়িক সম্প্রীতির একটি জীবন্ত কেন্দ্র হয়ে উঠবে।”

রবিবার বান্দরবান জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ভিত্তিপ্রস্তর উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে জেলার বিভিন্ন পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তা, ধর্মীয় নেতৃবৃন্দ ও সুধী সমাজের বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

ধর্ম উপদেষ্টা আরও বলেন, বিশ কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য এই মসজিদ কমপ্লেক্সকে কেন্দ্র করে বয়স্কদের কোরান শিক্ষা, হিফজুল কোরান, মৃত ব্যক্তির গোসল, ইসলামিক লাইব্রেরি, পুস্তক বিক্রয় কেন্দ্র, প্রতিবন্ধী ও অটিস্টিকদের জন্য পৃথক নামাজের ব্যবস্থা এবং নারীদের জন্য আলাদা নামাজঘরসহ নানামুখী জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালিত হবে।

তিনি বলেন, “বাংলাদেশের পার্বত্য অঞ্চলে ইসলামিক স্থাপত্য ও সেবার এমন আধুনিক রূপ পর্যটকদের আকর্ষণ করবে এবং এটি ধর্মীয় পর্যটনের একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হবে।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মু. আ. হাওলাদার, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আব্দুস ছালাম খান, প্রকল্প পরিচালক মো. শহিদুল আলম এবং বান্দরবানের পুলিশ সুপার শহীদুল্লাহ কাওছার পিপিএম।

এছাড়াও বক্তব্য দেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই, বান্দরবানের ডিসি শামীম আরা রিনি , অতিরিক্ত জেলা প্রশাসক এস এম মঞ্জুরুল হক এবং মসজিদ নির্মাণ কার্যক্রমে সংশ্লিষ্ট আয়োজক কমিটির অন্যতম সদস্য কাজী মো. মুজিবুর রহমান ও লে. কর্নেল (অব.) আইয়ুব।

অনুষ্ঠানে স্থানীয় বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক ওসমান গণি, আলহাজ্ব আবুল কাসেম সওদাগর, নাসিরউদ্দিন, আশরাফউল্লাহ বাচ্চু এবং মাওলানা আবুল কালাম।

অনুষ্ঠান শেষে ধর্ম উপদেষ্টা চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়ায় আরেকটি মডেল মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন, যার নির্মাণ ব্যয় ধরা হয়েছে প্রায় সতের কোটি টাকা।