হজ-ওমরাহ ফেয়ারে ধর্ম উপদেষ্টা ড. খালিদের কঠোর সতর্কতা
বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, হজ-ওমরাহ কার্যক্রমে কোনো কর্মকর্তা এক টাকাও ঘুষ নিলে তাকে ফাঁসিতে ঝুলানো হবে। তিনি বৃহস্পতিবার আগারগাঁওয়ে চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ‘হজ ও ওমরাহ ফেয়ার ২০২৫’ উদ্বোধনী অনুষ্ঠানে এ হুঁশিয়ারি দেন।
ড. খালিদ আরও বলেন, হজে কেবল শারীরিকভাবে সক্ষম ব্যক্তিরাই নিবন্ধন করাতে পারবেন। অসুস্থ বা দূরারোগ্য ব্যক্তিকে হজে নেওয়া হলে সরকার বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হয়। এজন্য সিভিল সার্জনদের নির্দেশনা অনুযায়ী ফিটনেস সার্টিফিকেট না দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি হজ এজেন্সিসমূহকেও সতর্ক করেন, অনেকে হজযাত্রীদের মাধ্যমে মাদক বা অনুমোদনবিহীন দ্রব্য সৌদি আরবে নিয়ে যায়, আবার দেশে অবৈধ স্বর্ণ আনার চেষ্টা করে। সম্প্রতি একজন গ্রুপ লিডার দেশে ফেরার সময় ২ কেজি ৮শ’ গ্রাম স্বর্ণ নিয়ে ধরা পড়েছেন। তিনি এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য হজ এজেন্সিসমূহকে অনুরোধ জানান।
ড. খালিদ হজযাত্রী নিবন্ধনে দালালদের সক্রিয় থাকার বিষয়েও সতর্ক করে বলেন, হজগামীদের সরাসরি এজেন্সির মালিক বা বৈধ প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করতে হবে এবং হজ এজেন্সির সঙ্গে চুক্তি সম্পাদন ও প্রশিক্ষণের গুরুত্বে গুরুত্বারোপ করা হয়েছে।
তিনি আরও বলেন, হজ ওমরাহ ফেয়ার হজযাত্রী ও এজেন্সির মধ্যে সুসম্পর্ক তৈরি এবং জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ২০২৫ সালের হজ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে এবং ২০২৬ সালের হজের কার্যক্রম ইতোমধ্যেই শুরু হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে ধর্ম সচিব একেএম আফতাব হোসেন প্রামাণিক, ঢাকায় সৌদি দূতাবাসের উপ-মিশন প্রধান ইব্রাহিম আবদুল্লাহ আল-আহমারী এবং হাবের মহাসচিব ফরিদ আহমদ মজুমদার ও শামীম সাঈদী বক্তব্য দেন। তিন দিনব্যাপী মেলায় মোট ১৫৪টি স্টল রয়েছে, যেখানে হজ সংক্রান্ত বিভিন্ন তথ্যসেবা প্রদর্শন ও প্রাথমিক নিবন্ধনের সুযোগ রয়েছে। মেলা ১৬ আগস্ট বিকেলে সমাপ্ত হবে।