বিজনেসটুডে২৪ প্রতিনিধি, চট্টগ্রাম: ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতিফলন ঘটানোর জন্য সব নাগরিককে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “আমাদের দেশে মসজিদ, মন্দির, প্যাগোডায় যে যার ধর্ম সুন্দরভাবে পালন করছে। যদিও মাঝে মাঝে কিছু গুজব ও অসত্য তথ্য মিডিয়ার মাধ্যমে ছড়ানো হয়। এ ধরনের অপপ্রচারের মাধ্যমে দুর্বৃত্তরা ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করে। আমরা এ বিষয়ে সচেতন থাকবো এবং তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকবো।”
এ কথা তিনি সোমবার (২৫ আগস্ট) চট্টগ্রাম নগরীর আন্দরকিল্লা শাহী জামে মসজিদ চত্বরে বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামায়াত-চট্টগ্রামের আয়োজনে আজিমুশ্শান মিলাদুন্নবী (সা.) মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় বলেন।
খালিদ হোসেন আরও বলেন, “সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনী ও আদর্শ যদি আমরা সমাজে ছড়িয়ে দিতে পারি, তাহলে আমাদের জীবন আলোকিত হবে। তাঁর জীবন আমাদের জন্য একটি বাতিঘর। এটি ছড়িয়ে দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব।” তিনি উল্লেখ করেন, গতবছর আমরা মিলেমিশে ঈদ-এ-মিলাদুন্নবী ও সীরাতুন্নবী পালন করেছি। সামনের দিনগুলোতেও হিংসা-বিভেদ ভুলে একসঙ্গে চলার আহ্বান জানান।
দেশের সৎ ও নেককার মানুষদের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেওয়ার ওপর গুরুত্ব আরোপ করে খালিদ হোসেন বলেন, “যারা ঘুষ ও সুদ থেকে বিরত থাকবে, চোখের সামনে কোটি টাকা থাকলেও পিছনে ফিরে তাকাবে না, তাদেরই দেশ পরিচালনার দায়িত্ব দেওয়া উচিত। পরহেজগার আলেমরা দেশের টাকা মেরে বিদেশে বাড়ি বানায় না।”
তিনি জানান, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা দিয়েছেন। “সবার ঐক্যমতের ভিত্তিতে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে আমরা আমাদের পুরনো জীবনে ফিরে যেতে পারব।”
মাহফিলে সভাপতিত্ব করেন বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামায়াত-চট্টগ্রামের সভাপতি প্রফেসর ড. মাওলানা সাইয়েদ মোহাম্মদ আবু নোমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আন্দরকিল্লা শাহী জামে মসজিদের খতিব ও ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ’র বোর্ড মেম্বার আল্লামা সাইয়েদ আনোয়ার হোসাইন তাহের জাবেরী আল-মাদানী, প্রখ্যাত মুফাস্সীরে কুরআন মাওলানা ক্বারী আব্দুল্লাহ আল-আমিন, আইআইইউসি’র সাবেক ভিসি প্রফেসর ড. মাওলানা আবু বকর রফিক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের প্রফেসর ড. আ ক ম আব্দুল কাদের প্রমুখ।