বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নিলেও পরবর্তীতে যোগ দিয়ে স্বাক্ষরের সুযোগ পাবেন। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন আজ শুক্রবার সাভারের আশুলিয়ার পলাশবাড়ি এলাকায় বৌদ্ধ ধর্মাবলম্বীদের ‘কঠিন চীবর দানোৎসব’ অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান।
উপদেষ্টা বলেন, “যারা আজ স্বাক্ষর করতে পারছেন না, তারা পরবর্তীতে স্বাক্ষর করতে পারবেন। এনসিপির যে দাবি রয়েছে, সরকার তা বিবেচনা করবে। যদি সমঝোতায় আসা যায়, তারা স্বাক্ষর করবেন।”
ড. খালিদ হোসেন বলেন, “আমরা এই দেশের একটি গুরুত্বপূর্ণ ও জটিল সময়ে দায়িত্ব নিয়েছি। ১৫ মাস ধরে রাতদিন পরিশ্রম করেছি। আমাদের লক্ষ্য একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা। আমরা গৌরবের ভাগীদার হতে চাই।”
উপদেষ্টা ‘সেইফ এক্সিট’ বিষয়ে মন্তব্য করে বলেন, “আমার কোনো সেইফ এক্সিটের প্রয়োজন নেই। ঢাকা বা চট্টগ্রামে আমার বাড়ি নেই, বিদেশে যাওয়ার কোনো প্রশ্ন নেই। এই দেশ আমার, এই দেশ আমাদের।”
তিনি আরও বলেন, “আমরা জটিল ও কঠিন সময়ে দায়িত্ব নিয়েছি। তখন আইনশৃঙ্খলা ও অর্থনৈতিক পরিস্থিতি স্থিতিশীল ছিল না। ১৫ মাস ধরে আমরা কঠোর পরিশ্রম করেছি। এখন পরিস্থিতি অনেক উন্নত। আগামী ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বিজয়ী দলের কাছে ক্ষমতা হস্তান্তর করাই আমাদের লক্ষ্য।”
এসময় আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হান্নানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।