বিজনেসটুডে২৪ প্রতিনিধি, চাঁদপুর: চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় বিয়ের আশ্বাস দিয়ে এক নারীকে প্রেমিকসহ দুই জনের দলবদ্ধ ধর্ষণের ঘটনায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। ফরিদগঞ্জ থানায় ভুক্তভোগী নারীর দায়ের করা মামলার ভিত্তিতে শনিবার (৯ আগস্ট) দুপুরে পুলিশ তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন মামুন পাটোয়ারী (৩৫), যিনি ফরিদগঞ্জ উপজেলার সাছিয়াখালী গ্রামের বাসিন্দা এবং মিরাজ পাটোয়ারী (২৪), চাঁদপুর শহরের মধ্য হিঙ্গুলী এলাকার বাসিন্দা।
মামলার এজাহারে এবং ভুক্তভোগী নারীর বক্তব্য অনুযায়ী, প্রায় এক বছর আগে রাজধানীতে মামুন পাটোয়ারীর সঙ্গে তার পরিচয় হয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ৫ আগস্ট বিয়ের কথা বলে মামুন পাটোয়ারী ওই নারীকে নিজের বাড়িতে নিয়ে আসেন। সেখানে তিন দিন আটকে রেখে মামুন ও তার দুই সহযোগী ওই নারীকেই দলবদ্ধ ধর্ষণ করেন।
ঘটনার পর শুক্রবার স্থানীয়রা মামুন ও ওই নারীকে আটক করে পুলিশে সোপর্দ করে। পুলিশের তদন্তে শনিবার মিরাজ পাটোয়ারীকে গ্রেপ্তার করা হয়।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব চক্রবর্তী জানান, ধর্ষণের এ ঘটনায় ইতোমধ্যে মামুন ও মিরাজ পাটোয়ারীকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন এবং বর্তমানে জেলহাজতে আছেন। অপর অভিযুক্তের সন্ধান ও গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।