বিজনেসটুডে২৪ ডেস্ক: দিল্লিতে ১৮ বছরের এক ডাক্তারি পড়ুয়ার ওপর বন্ধুর হাত তুলে ধর্ষণের অভিযোগ উঠেছে। পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক রয়েছে এবং তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, গত ৯ সেপ্টেম্বর উত্তর দিল্লির একটি হোটেলে তরুণীকে ডেকে পাঠানো হয়। পার্টি করার নাম করে তরুণী সেখানে যান, কারণ তাদের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্ব ছিল। অভিযোগ অনুযায়ী, হোটেলে পৌঁছার পর অভিযুক্ত তরুণীকে জোর করে মদ্যপান করান এবং পরে ধর্ষণ করেন।
পুলিশ সূত্রে আরও জানা যায়, নির্যাতিতার পরিবার এবং অভিযুক্ত উভয়ের বাড়ি হরিয়ানার একই এলাকায়। ঘটনাটি প্রকাশ্যে আসার আগ পর্যন্ত নির্যাতিতাকে অভিযুক্ত হুমকি দিচ্ছিলেন। অভিযুক্ত জানানোর মতে, ধর্ষণের ঘটনা তিনি ক্যামেরায় ধারণ করেছেন এবং পুলিশে অভিযোগ করলে সেই ভিডিও ফাঁস করার ভয় দেখিয়ে নির্যাতিতাকে চুপ থাকতে বাধ্য করেছিলেন।
নির্যাতিতা জানিয়েছেন, এই ভয়ের কারণে তিনি প্রথমে কারো কাছে অভিযোগ জানাননি। পরে সাহস জোগাড় করে গত বৃহস্পতিবার বাবা-মায়ের কাছে পুরো ঘটনা জানান। সেই দিনই পুলিশে অভিযোগ জমা পড়ে।
দক্ষিণ দিল্লি পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে এফআইআর রুজু করা হয়েছে। অভিযুক্তের খোঁজে পুলিশ কয়েকটি দল গঠন করে বিভিন্ন এলাকায় তল্লাশি চালাচ্ছে।