Home সারাদেশ ধানের শীষে সাজানো ভালোবাসা: সিলেটের জনসভায় এক কর্মীর প্রতিচ্ছবি

ধানের শীষে সাজানো ভালোবাসা: সিলেটের জনসভায় এক কর্মীর প্রতিচ্ছবি

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, সিলেট: সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা ময়দানে তখন তিল ধারণের জায়গা নেই। কানায় কানায় পূর্ণ জনসভাস্থলে সবার নজর কাড়ছিলেন মধ্যবয়সী এক ব্যক্তি। তার পরনে থাকা টি-শার্টে দলের শীর্ষ নেতাদের ছবি থাকলেও, সবার আলোচনার কেন্দ্রবিন্দু ছিল তার কাঁধ থেকে ঝুলতে থাকা সোনালী রঙের পাকা ধানের ছড়া এবং মাথায় থাকা বিশাল মাথাল (কৃষকের টুপি)।

ব্যতিক্রমী সাজে প্রচার

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতীক ‘ধানের শীষ’কে সরাসরি গায়ে জড়িয়ে জনসভায় হাজির হয়েছেন এই একনিষ্ঠ কর্মী। তার কাঁধের দুই পাশ দিয়ে ঝুলিয়ে রাখা ধানের গুচ্ছগুলো যেন কৃষিনির্ভর বাংলার রাজনৈতিক ঐতিহ্যের এক জীবন্ত পোস্টার। মাথায় থাকা বিশাল মাথালটিও ধানের শীষ দিয়ে সুনিপুণভাবে সাজানো, যা রোদ থেকে বাঁচার পাশাপাশি এক অনন্য রাজনৈতিক বার্তা দিচ্ছে।

টি-শার্টে প্রিয় নেতার ছবি

তার পরনের সাদা টি-শার্টে ফুটে উঠেছে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বড় ছবি। ছবির নিচে লাল ও সবুজ অক্ষরে লেখা একটি স্লোগান, যা দূর থেকেও দৃষ্টি আকর্ষণ করছে। দলের প্রতি তার এই আবেগ এবং সৃজনশীল উপস্থাপনা জনসভায় আগত অন্যদেরও উৎসাহিত করছে।

তৃণমূলের আবেগ

জনসভায় এমন অনেকেরই দেখা মেলে, যারা কোনো বিনিময় নয় বরং স্রেফ ভালোবাসার টানেই নিজেদের সাজিয়ে আসেন। এই ব্যক্তিটির সাজগোজ প্রমাণ করে যে, মাঠপর্যায়ের কর্মীদের কাছে ধানের শীষ শুধুমাত্র একটি নির্বাচনী প্রতীক নয়, বরং এটি তাদের আবেগ এবং পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ।