‘৩১ দফা’ দিয়ে রাষ্ট্র বদলানোর ঘোষণা আবু সুফিয়ানের
বিজনেসটুডে২৪ প্রতিনিধি, চট্টগ্রাম: চট্টগ্রাম-৯ আসনে ধানের শীষের সমর্থনে গণজোয়ার সৃষ্টি হয়েছে। বুধবার বিকেলে ১৬নং চকবাজার ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভায় এই চিত্র দেখা যায়।
প্রধান অতিথির বক্তব্যে বিএনপি প্রার্থী মোহাম্মদ আবু সুফিয়ান ঘোষণা করেন, কেবল ক্ষমতার পরিবর্তন নয়, বিএনপি ‘৩১ দফা’ কর্মসূচির মাধ্যমে রাষ্ট্রের সামগ্রিক কাঠামো বদলে দিতে প্রতিশ্রুতিবদ্ধ।
জবাবদিহিতাই সুশাসনের ভিত্তি
আবু সুফিয়ান বলেন, “একটি অনির্বাচিত সরকার দীর্ঘদিন রাষ্ট্র পরিচালনা করায় জনগণের কাছে তাদের কোনো জবাবদিহিতা ছিল না। ফলে লুণ্ঠিত হয়েছে জনআকাঙ্ক্ষা। বিএনপি ক্ষমতায় এলে রাষ্ট্রের প্রতিটি স্তরে জবাবদিহিতা নিশ্চিত করবে। সুশাসন প্রতিষ্ঠা, দুর্নীতি রোধ এবং বিচার ব্যবস্থার ওপর মানুষের আস্থা ফিরিয়ে আনাই আমাদের প্রধান লক্ষ্য।”
‘৩১ দফা’ রাষ্ট্র সংস্কারের মহাপরিকল্পনা
বক্তব্যে তিনি বিএনপির রাষ্ট্র সংস্কারের ‘৩১ দফা’ রূপরেখা তুলে ধরে বলেন, এই কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য ও বিচারব্যবস্থায় আমূল পরিবর্তন আনা হবে। তিনি উল্লেখ করেন, বিএনপি ক্ষমতায় গেলে:
- নির্বাহী বিভাগ, আইন বিভাগ ও বিচার বিভাগের মধ্যে ক্ষমতার ভারসাম্য আনা হবে।
- একই ব্যক্তি পরপর দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না।
- উচ্চকক্ষ বিশিষ্ট আইনসভা প্রবর্তন ও নির্বাচনকালীন দলনিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা স্থায়ী করা হবে।










