Home সারাদেশ সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে ধামরাইয়ের ‘সান্ডা’

সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে ধামরাইয়ের ‘সান্ডা’

ছবি সংগৃহীত

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: ধামরাইয়ের এক তরুণ খামারির খামারে বেড়ে উঠছে দুটি পশু, যাদের নাম শুনলেই এখন চোখ বড় হয়ে যাচ্ছে সবার ‘সান্ডা’ আর ‘পান্ডা’। একজন বিশালদেহী ষাঁড়, আরেকজন মাঝারি আকৃতির খাসি। ঈদ সামনে রেখে এই জুটির নাম এখন ঘুরছে মানুষের মুখে মুখে, ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমেও।

ঢাকার ধামরাই উপজেলার ইকুরিয়া গ্রামের বাসিন্দা নাঈম হোসেন নিজের খামারে তিন বছর ধরে লালনপালন করছেন ‘সান্ডা’ নামের ষাঁড়টিকে। ফ্রিজিয়ান জাতের এই ষাঁড়ের উচ্চতা ৬ ফুট ৬ ইঞ্চি, দৈর্ঘ্য ১০ ফুটের কাছাকাছি, আর ওজন প্রায় ৩১ মণ। এরই মধ্যে তিনি দাম হাঁকিয়েছেন ১৫ লাখ টাকা, যদিও সর্বোচ্চ প্রস্তাব এসেছে ৯ লাখ পর্যন্ত।

তবে এখানেই থেমে থাকেননি নাঈম। তিনি ঘোষণা দিয়েছেন যে ‘সান্ডা’ কিনবে, তাকে উপহার হিসেবে দেওয়া হবে একটি খাসি, নাম ‘পান্ডা’। তিন বছর ধরেই খামারেই বড় হয়েছে পান্ডাও। এমন অফার কোরবানির হাটে সচরাচর দেখা যায় না। আর তাই নাঈমের খামার এখন দেখা-শুনার জায়গা নয়, হয়ে উঠেছে ভাইরাল কাহিনির উৎস।

‘সান্ডা’কে ঘিরে রয়েছে নজিরবিহীন যত্ন। গরমে দিনে তিন-চারবার গোসল করানো হয়, চলাচলের জায়গা রাখা হয় পরিষ্কার ও শীতল। গোয়ালঘরে চলে ফ্যান, আবার দিনে কয়েকবার মশানাশক স্প্রে দেওয়া হয়। পশুর সুরক্ষা আর আরাম নিশ্চিত করতেই এত আয়োজন।

তার খাদ্য তালিকাও রাজকীয় খৈল, ভেজানো ছোলা, ভুট্টা, গমের ভুসি, কুমড়া ও সবুজ ঘাস। প্রতিদিন খাবার আর পরিচর্যায় খরচ হয় অন্তত ৫০০ থেকে ৭০০ টাকা।

খামারি নাঈম বলেন, ‘‘সান্ডা আর পান্ডা আমাদের পরিবারের সদস্যের মতো। অনেক মায়া পড়ে গেছে। তবু কোরবানির ঈদের জন্য প্রস্তুত করতেই তো এতদিন ধরে যত্ন।’’

সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে সান্ডার ছবি ও ভিডিও। কেউ বলছেন, ‘এটা কোনো ষাঁড় নয়, যেন রাজসিক এক প্রাণী।’ কেউ আবার আগ্রহ দেখাচ্ছেন ‘সান্ডা-পান্ডা প্যাকেজ’-এর প্রতি।

নাঈমের খামার এখন যেন কোরবানির মৌসুমের এক ব্যতিক্রমী গল্প। শুধু পশু বিক্রি নয়, এখানে রয়েছে ভালোবাসা, পরিকল্পনা আর সৃজনশীল উপস্থাপনা। আর সেই কারণেই ‘সান্ডা’ ও ‘পান্ডা’ এখন ঈদের আগেই হয়ে উঠেছে তারকা।

📢 যদি ‘সান্ডা-পান্ডা’ জুটির গল্প আপনার ভালো লেগে থাকে, তাহলে পোস্টটি ❤️ লাইক করুন,
📲 বন্ধুদের সঙ্গে শেয়ার করুন যেন তারাও জানতে পারে এই ব্যতিক্রমী খামারির কথা!
💬 আপনার মতামত কমেন্টে জানান—আপনি হলে কী দাম দিতেন এই বিশাল ষাঁড়ের জন্য?

#সান্ডা_পান্ডা #কোরবানিরহাট #ধামরাই #ভাইরালগরু #ঈদ২০২৫ 🐂🐐✨