Home আন্তর্জাতিক ভ্যাটিকানে উত্তেজনার চূড়ান্ত মুহূর্ত, শুরু হচ্ছে নতুন পোপ নির্বাচন

ভ্যাটিকানে উত্তেজনার চূড়ান্ত মুহূর্ত, শুরু হচ্ছে নতুন পোপ নির্বাচন

গোপন ভোটে পোপ নির্বাচন, অপেক্ষায় সাদা ধোঁয়া

বিজনেসটুডে২৪ ডেস্ক: বিশ্বজুড়ে প্রায় দেড়শ কোটি ক্যাথলিক অনুসারীর দৃষ্টি এখন ভ্যাটিকানের দিকে। অবশেষে সেই বহুল প্রতীক্ষিত মুহূর্ত এসে গেছে। আজ সিসটিন চ্যাপেলে শুরু হচ্ছে পোপ নির্বাচন।

দীর্ঘ বারো বছর ধরে ক্যাথলিক চার্চকে নেতৃত্ব দেওয়া পোপ ফ্রান্সিসের স্থলাভিষিক্ত হবেন নতুন একজন নেতা। আশির নিচে বয়স এমন একশো তেইশ জন কার্ডিনাল এই গোপন প্রক্রিয়ায় অংশ নিচ্ছেন। যদিও অধিকাংশ কার্ডিনালকেই নিয়োগ দিয়েছিলেন ফ্রান্সিস, তবুও নিশ্চিত করে বলা যাচ্ছে না যে তার আদর্শের ধারাবাহিকতা বজায় থাকবে।

কনক্লেভ নামের এই নির্বাচনী প্রক্রিয়ায় ভোটগ্রহণ সম্পূর্ণ গোপনীয়। ভোট শুরুর পর থেকে কার্ডিনালরা বাইরের জগত থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন থাকবেন। তাদের জন্য বন্ধ থাকবে মোবাইল, ইন্টারনেট ও সংবাদপত্র।

ভোটগ্রহণ শেষে ভোটপত্র পুড়িয়ে দেওয়া হবে। যদি দুই তৃতীয়াংশ কার্ডিনাল একমত হন তবে ধোঁয়ার রঙ হবে সাদা, অর্থাৎ একজন পোপ নির্বাচিত হয়েছেন। আর না হলে ধোঁয়া হবে কালো, অর্থাৎ ভোট অব্যাহত থাকবে। প্রতিদিন চারবার পর্যন্ত ভোট হতে পারে। প্রয়োজন হলে ভোট চলতে পারে তেরো দিন পর্যন্ত।

পোপ ফ্রান্সিস ছিলেন এক ব্যতিক্রমধর্মী নেতা। গরিব, অভিবাসী, জলবায়ু পরিবর্তন এবং যৌন সংখ্যালঘুদের প্রতি তার সহানুভূতিশীল অবস্থান চার্চের অভ্যন্তরে বিতর্কের জন্ম দিয়েছে। তার উদার আদর্শ অনুসরণে অনেকেই আগ্রহী, আবার অনেকেই চান ঐতিহ্যগত ধারা বজায় থাকুক।

বিশেষজ্ঞদের মতে এবার পোপ নির্বাচন হতে পারে দীর্ঘ এবং জটিল। দুই বিপরীতমুখী চিন্তাধারা থেকে উঠে আসতে পারে একজন আপসপ্রার্থী, যিনি দুটি দিককেই কিছুটা সন্তুষ্ট করতে পারবেন।

এই সময় ধর্মীয় বিভাজন, অভিবাসনবিরোধী মনোভাব ও জলবায়ু সংকট যখন তীব্র হচ্ছে, তখন নতুন পোপের নীতি বিশ্বজনমতের ওপর গভীর প্রভাব ফেলতে পারে। তাই এই নির্বাচন শুধু চার্চ নয়, গোটা বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ এক মোড়।