Home জাতীয় ‘জুলাই শহীদ দিবস’ ঘোষণা, বাতিল ‘নতুন বাংলাদেশ দিবস’

‘জুলাই শহীদ দিবস’ ঘোষণা, বাতিল ‘নতুন বাংলাদেশ দিবস’

ছবি : সংগৃহীত

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: দেশজুড়ে ব্যাপক সমালোচনার মুখে পড়ে সরকার শেষ পর্যন্ত ৮ আগস্টকে ‘নতুন বাংলাদেশ দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত বাতিল করেছে। সামাজিক যোগাযোগমাধ্যম, রাজনৈতিক মহল এবং বিভিন্ন বুদ্ধিজীবীর তীব্র আপত্তির পর রোববার এই সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম রোববার ফেসবুকে জানান, ৮ আগস্ট আর কোনো দিবস হিসেবে পালিত হবে না। একইসঙ্গে ৫ আগস্টকে গণঅভ্যুত্থান দিবস এবং ১৬ জুলাইকে জুলাই শহীদ দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি জানান, রোববার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। সেখানে ৮ আগস্টের বিতর্কিত দিবসের প্রস্তাব বাতিল করে বিকল্পভাবে নতুন দুটি দিবস পালনের বিষয়টি চূড়ান্ত করা হয়।

এর আগে গত ২৫ জুন মন্ত্রিপরিষদ বিভাগ একটি পরিপত্রে ৮ আগস্টকে ‘নতুন বাংলাদেশ দিবস’ এবং ১৬ জুলাইকে ‘শহীদ আবু সাঈদ দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত জানায়। সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও বিভাগকে দিবসগুলো যথাযোগ্য মর্যাদায় পালনের নির্দেশনাও দেওয়া হয়েছিল।

তবে ওই ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে বিরূপ প্রতিক্রিয়া ছড়িয়ে পড়ে। অনেকেই প্রশ্ন তোলেন, এই দিবস ঘোষণার পেছনে ঐতিহাসিক ভিত্তি ও প্রয়োজনীয় জনসমর্থনের অভাব রয়েছে।

সবশেষে বিতর্ক থামাতে সরকার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে। এখন ৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবস ও ১৬ জুলাই জুলাই শহীদ দিবস পালনের সিদ্ধান্ত বলবৎ থাকবে।


প্রস্তাবিত শিরোনামসমূহ
১. বিতর্কে পিছু হটল সরকার, ৮ আগস্টের দিবস বাতিল
২. ‘নতুন বাংলাদেশ দিবস’ আর হচ্ছে না
৩. সমালোচনার মুখে ৮ আগস্টের সিদ্ধান্ত প্রত্যাহার
৪. ৫ আগস্ট পালিত হবে গণঅভ্যুত্থান দিবস
৫. ‘জুলাই শহীদ দিবস’ ঘোষণা, বাতিল ‘নতুন বাংলাদেশ দিবস’

মেটা ডেসক্রিপশন:
৮ আগস্টকে ‘নতুন বাংলাদেশ দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত বাতিল করেছে সরকার। সমালোচনার মুখে এ সিদ্ধান্ত নেওয়া হয়। ৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবস এবং ১৬ জুলাই জুলাই শহীদ দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে।

প্রয়োজনে রিপোর্টে আরও বিশ্লেষণ বা প্রতিক্রিয়া যোগ করে দিতে পারি।