Home আকাশ পথ ১৯ দিনের বিরতি শেষে আবারও উড়ছে নভোএয়ার

১৯ দিনের বিরতি শেষে আবারও উড়ছে নভোএয়ার

বিজেনসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: ১৯ দিনের বিরতি শেষে আবারও দেশের অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনায় ফিরছে বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার। আগামী ২১ মে (বুধবার) থেকে পুনরায় আকাশপথে উড়াল দেবে তাদের নিয়মিত ফ্লাইট। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে সংস্থাটি।

নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান জানান, “আমরা অত্যন্ত আনন্দিত যে, আবারও আমাদের যাত্রীদের জন্য ফ্লাইট চালু করতে পারছি। ব্যবসায়িক পরিকল্পনার অংশ হিসেবে এই বিরতি নেওয়া হয়েছিল। যাত্রাবিরতির সময়েও আমরা আমাদের যাত্রীদের কাছ থেকে যে ভালোবাসা ও সমর্থন পেয়েছি, তা অভাবনীয়।”

তিনি আরও বলেন, “নভোএয়ার সব সময় যাত্রীসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে নিরাপদ ও নির্ভরযোগ্য ভ্রমণ নিশ্চিত করে আসছে। আবারও সকল যাত্রীকে বিমানে স্বাগত জানাতে পেরে আমরা গর্বিত।”

এদিকে পুনরায় ফ্লাইট চালুর ঘোষণা উপলক্ষে সংস্থাটি ছাড়ের একটি অফার দিয়েছে। জানানো হয়েছে, নভোএয়ারের নিজস্ব ওয়েবসাইট অথবা মোবাইল অ্যাপ থেকে টিকিট কাটলে ‘VQWEBAPP’ প্রোমো কোড ব্যবহারে যাত্রীরা ১৫ শতাংশ মূল্যছাড় পাবেন।

বর্তমানে প্রতিষ্ঠানটি ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সৈয়দপুর, যশোর, সিলেট ও বরিশালসহ বিভিন্ন অভ্যন্তরীণ গন্তব্যে নিয়মিত ফ্লাইট পরিচালনা করে থাকে। নভোএয়ার জানায়, এখন থেকেই তাদের ওয়েবসাইট, অ্যাপ, বিক্রয়কেন্দ্র ও অনুমোদিত ট্রাভেল এজেন্টদের মাধ্যমে টিকিট কেনা যাবে।

প্রসঙ্গত, চলতি মাসের ২ মে থেকে নভোএয়ার সাময়িকভাবে ফ্লাইট পরিচালনা স্থগিত করেছিল। দীর্ঘদিন ধরে আর্থিক সংকট ও পরিচালনাগত পুনর্বিন্যাসের অংশ হিসেবেই এই বিরতির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে সংশ্লিষ্টরা জানান।