Home জাতীয় যুগপৎ আন্দোলনে নেই জাতীয় নাগরিক পার্টি: নাহিদ

যুগপৎ আন্দোলনে নেই জাতীয় নাগরিক পার্টি: নাহিদ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জামায়াত ইসলামীসহ বিভিন্ন ইসলামী দলের যুগপৎ আন্দোলনে নেই বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে প্রথমবারের মতো তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, “আমরা নিম্নকক্ষে পিআর চাই না, তাই যুগপৎ আন্দোলনে নেই। আমরা কোনো জোটেও যাচ্ছি না। আমরা উচ্চকক্ষে পিআরের মাধ্যমে সংসদকে অংশগ্রহণমূলক দেখতে চাই। জুলাই সনদের বাস্তবায়নই আমাদের মূল লক্ষ্য।”

তিনি আরও বলেন, জুলাই সনদের আইনি ভিত্তির জন্য গণপরিষদ অপরিহার্য। তাই জাতীয় নির্বাচন ও গণপরিষদ একসঙ্গে আয়োজনের দাবি জানিয়ে স্থানীয় পর্যায়ে কর্মসূচি জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে। অক্টোবরের মধ্যে উপজেলা পর্যায়ে আহ্বায়ক কমিটি গঠন করে মাঠে নামার ঘোষণা দেন তিনি।

এনসিপির চলমান কর্মসূচি প্রসঙ্গে নাহিদ ইসলাম জানান, “আমাদের উঠান বৈঠক চলছে। ২৪ দফা কর্মসূচি নিয়ে মানুষের দুয়ারে যাব। আমরা নিবন্ধন পেতে যাচ্ছি। শাপলা প্রতীক না দেওয়ার পক্ষে নির্বাচন কমিশনের কোনো যুক্তি নেই। আশা করি, শাপলা প্রতীক আমরা পাব।”

গণমাধ্যমের প্রতি আস্থা প্রকাশ করে তিনি বলেন, “আমাদের কোনো প্রতিষ্ঠান নেই, সাংবাদিকরাই আমাদের ভরসা। আমরা হারিয়ে যাইনি, বরং দ্বিগুণ গতিতে এগোচ্ছি। প্রবাসীদের সঙ্গেও আমাদের ধারাবাহিক মতবিনিময় হয়েছে।”

বৈঠকে উপস্থিত এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, স্থানীয় নেতাকর্মীরা জানিয়েছেন, “আওয়ামী দোসররা এখনো সক্রিয় রয়েছে। তাদের আইনের আওতায় আনতে হবে।”