Home খেলাধুলা ফাতিমার ভুলে, হরমনপ্রীতের হাসি-বিশ্বকাপে পাকিস্তান বিপর্যস্ত

ফাতিমার ভুলে, হরমনপ্রীতের হাসি-বিশ্বকাপে পাকিস্তান বিপর্যস্ত

সংগৃহীত ছবি
কলম্বোতে নারী ওয়ানডে বিশ্বকাপে টস বিতর্ক,
ব্যাটিং ব্যর্থতা ও ফিল্ডিং বিপর্যয়ে লজ্জার হার পাকিস্তানের
স্পোর্টস ডেস্ক: কলম্বোর আর. প্রেমাদাসা আন্তর্জাতিক স্টেডিয়ামে রোববার অনুষ্ঠিত নারী ওয়ানডে বিশ্বকাপ ২০২৫-এর হাইভোল্টেজ ভারত–পাকিস্তান ম্যাচে একপেশে জয় পেয়েছে ভারত। ভারত প্রথমে ব্যাট করে ২৪৭ রানে অলআউট হলেও পাকিস্তানের ব্যাটিং ব্যর্থতায় ম্যাচটি শেষ পর্যন্ত ৮৮ রানের বড় জয়ে নিজেদের দখলে নেয় হরমনপ্রীত কৌরের দল।
এই জয়ের ফলে ভারত-পাকিস্তান নারী ওয়ানডে মুখোমুখি লড়াইয়ে ব্যবধান দাঁড়াল ১২-০। এর আগে এশিয়া কাপেও টানা তিনবার পাকিস্তানকে হারিয়েছিল ভারত। এবার বিশ্বকাপেও সেই ধারা বজায় রাখল তারা।
টসেই বিতর্ক, হাত মেলাননি অধিনায়করা

ম্যাচের শুরুতেই ঘটে বিতর্কিত ঘটনা। পাকিস্তান অধিনায়ক ফাতিমা সানা টসে ‘টেল’ ডাকলেও তা ‘হেড’ ঘোষণা করেন সঞ্চালক, এবং তাঁকেই বিজয়ী ঘোষণা করা হয়। ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌর পাশে দাঁড়িয়ে থেকেও আপত্তি তোলেননি। অনেকেই ধারণা করছেন, টসের চেয়ে বরং প্রতিপক্ষ অধিনায়কের সঙ্গে হাত না মেলানোর সিদ্ধান্তেই বেশি মনোযোগী ছিলেন তিনি।

ভারতের ইনিংস: শুরু ভালো, শেষটা রিচার ঝড়ে

প্রথমে ব্যাট করতে নেমে ভারতের শুরুটা দারুণ ছিল। ওপেনার স্মৃতি মন্ধানা (২৩) ও প্রতিকা রাওয়াল (৩১) পাওয়ার প্লে কাজে লাগিয়ে দ্রুত রান তুলছিলেন। কিন্তু ভালো শুরু করেও দুই ওপেনার দ্রুত আউট হন।

তৃতীয় উইকেটে হরলীন দেওল (৪৬) ও জেমাইমা রদ্রিগেজ (৩২) দলের হাল ধরেন। তবে রান তোলার গতি কমে যায়। অধিনায়ক হরমনপ্রীত আবারও ব্যর্থ— ১৯ রানে ফিরতে হয় তাঁকে।

ইনিংসের শেষ দিকে ঝড় তোলেন রিচা ঘোষ। আট নম্বরে নেমে ২০ বলে ৩৫ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি, যাতে ছিল তিনটি চার ও দুটি ছক্কা। তাঁর ব্যাটেই ভারত পৌঁছে যায় ২৪৭ রানে।
উল্লেখযোগ্য বিষয় হলো, কোনও ভারতীয় ব্যাটার অর্ধশতরান করতে না পারলেও দলটি এই প্রথম এত রান তুলল একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে।

পাকিস্তানের ইনিংস: একাই লড়লেন সিদরা আমিন

পাকিস্তানের ইনিংসে একাই লড়লেন সিদরা আমিন। তিনি দলের পক্ষে সর্বোচ্চ ৪২ রান করলেও অন্য প্রান্তে কেউই দাঁড়াতে পারেননি। ভারতীয় বোলারদের সামনে একে একে ব্যর্থ হয়েছেন বাকিরা।

ক্রান্তি গৌড়, রেণুকা সিং ও দীপ্তি শর্মা দুর্দান্ত বোলিং করে পাকিস্তানের ব্যাটিং লাইনআপ ধসিয়ে দেন। ডায়ানা বেগ অবশ্য ভারতের ইনিংসে চারটি উইকেট নিয়েছিলেন, কিন্তু সেই সাফল্য ম্যাচে কোনও পরিবর্তন আনতে পারেনি।

ফিল্ডিংয়ে চিন্তায় ভারত

জিতলেও ভারতীয় শিবিরে কিছু উদ্বেগ রয়ে গেছে। ফিল্ডিংয়ে একাধিক সহজ ক্যাচ ফেলা হয়েছে, যা শক্তিশালী দলের বিপক্ষে বড় ক্ষতির কারণ হতে পারে। এছাড়া ব্যাটাররা শুরু পেয়ে ইনিংস বড় করতে না পারার প্রবণতাও অব্যাহত।

অধিনায়কদের প্রতিক্রিয়া

ম্যাচ শেষে পাকিস্তান অধিনায়ক ফাতিমা সানা বলেন, “আমরা পাওয়ার প্লেতে অনেক রান দিয়েছি, অতিরিক্তও বেশি ছিল। ২০০ রানের নিচে থামাতে পারতাম তাদের। ব্যাটারদের আরও দায়িত্ব নিতে হবে।”

অন্যদিকে ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌর বলেন, “খুব গুরুত্বপূর্ণ জয়। আমাদের বোলিং দারুণ ছিল— ক্রান্তি অসাধারণ করেছে। রেণুকাও ভালো সাপোর্ট দিয়েছে। যদিও কিছু ক্যাচ পড়েছে, তবু জয়টাই মুখ্য।”

ম্যাচ সেরা ক্রান্তি গৌড়
Player of the Match নির্বাচিত হন ভারতীয় পেসার ক্রান্তি গৌড়। পুরস্কার হাতে নিয়ে তিনি বলেন, “এটা আমার গ্রামের মানুষের জন্য গর্বের মুহূর্ত। দ্বিতীয় স্লিপ সরাতে হারমান বললেও আমি রাখতে বলেছিলাম— সেখান থেকেই রিয়াজের উইকেট পাই।”
পরবর্তী চ্যালেঞ্জ

পরাজয়ের পর পাকিস্তান এখনো পয়েন্ট তালিকায় নিচের সারিতে। আগামী ৮ অক্টোবর তাদের মুখোমুখি হতে হবে অস্ট্রেলিয়ার বিপক্ষে, যা তাদের টুর্নামেন্টে টিকে থাকার ম্যাচ বলেই ধরা হচ্ছে।