নারী নির্যাতন রোধে কঠোর আইন প্রয়োগের আহ্বান
বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: নারীর ওপর সহিংসতা রোধে কঠোর আইন প্রয়োগ ও রাজনৈতিক সদিচ্ছার ওপর গুরুত্ব আরোপ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, দেশে কয়েকটি রাজনৈতিক দল ধর্মের নামে রাজনীতি করে, জান্নাতের টিকিট বিক্রির মতো স্লোগান দিয়ে ভোট আদায়ের চেষ্টা করে এবং তাদের হাতেই নারীরা সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়।
আজ শুক্রবার দুপুরে রাজধানীর শাহবাগে নারী ও শিশু অধিকার ফোরামের আয়োজনে ‘নারীর ওপর ক্রমবর্ধমান সহিংসতা ও অসম্মান প্রতিরোধে সচেতন নারী সমাজের মৌন মিছিল’ শীর্ষক পূর্ব সমাবেশে তিনি এ মন্তব্য করেন। সমাবেশ শেষে অংশগ্রহণকারী নারীরা মুখে কালো কাপড় বেঁধে শাহবাগ থেকে মৌন মিছিল শুরু করেন, যা পরে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারী ও শিশু অধিকার ফোরামের আহ্বায়ক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। পরিচালনা করেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট নিপুণরায় চৌধুরী। আরও বক্তব্য দেন শিরীন সুলতানা, নিলোফার চৌধুরী মনি, সানজিদা ইসলাম তুলি ও রেহানা আক্তার শিরীনসহ ফোরামের অন্যান্য নেত্রীরা।
সমাবেশে সালাহউদ্দিন আহমেদ বলেন, সারা বাংলাদেশে যত নারী নির্যাতনের ঘটনা ঘটেছে, তার বিরুদ্ধে কার্যকর সামাজিক প্রতিরোধ এখনো গড়ে ওঠেনি। কিছু আইন প্রণয়ন হলেও প্রয়োগে বড় ধরনের ঘাটতি রয়েছে। আইনের ফাঁকফোকর ব্যবহার করে ধর্ষক বা নির্যাতনকারীরা অনেক সময় পার পেয়ে যায়। এমনকি শক্ত আইন থাকা সত্ত্বেও কোনো কোনো ক্ষেত্রে আইনশৃঙ্খলাবাহিনীর অপব্যবহারেও নির্যাতনের ঘটনা ঘটে। তিনি বলেন, এসব দিকেও সতর্ক দৃষ্টি রাখতে হবে এবং ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।










