স্পোর্টস ডেস্ক:
ব্রিটিশ-পাকিস্তানি বংশোদ্ভূত নারী বক্সার লরা আকরাম পাকিস্তানের ইতিহাসে প্রথমবারের মতো এলিট নারী বক্সিংয়ে আন্তর্জাতিক পর্যায়ে পদক জিতে নিলেন। বিশ্ববিখ্যাত গ্র্যান্ড প্রি উস্তি নাদ লেবেম-এর অংশ হিসেবে আয়োজিত ওয়ার্ল্ড বক্সিং চ্যালেঞ্জে অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে তিনি এই অর্জন নিশ্চিত করেন।
পিটিভির খবরে জানানো হয়, প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে লরা ৫-০ পয়েন্টে পরাজিত করেন ফিলিস্তিনের নওরা সালমানকে। নারীদের ৫৭ কেজি ওজনশ্রেণির এই লড়াইয়ে জয়ের মাধ্যমে সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন তিনি, ফলে কমপক্ষে ব্রোঞ্জ পদক নিশ্চিত হয়েছে পাকিস্তানের।
এই জয় শুধু লরার জন্যই নয়, পাকিস্তানের নারী ক্রীড়াঙ্গনের জন্যও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। কারণ, এর মাধ্যমে তিনি প্রথম নারী হিসেবে পাকিস্তানের হয়ে বিশ্ব বক্সিং চ্যালেঞ্জে পদক জয়ের কৃতিত্ব অর্জন করেন।
সেমিফাইনালে লরার প্রতিদ্বন্দ্বী হচ্ছেন মঙ্গোলিয়ার মিচিদমা এরদেনেদালাই। এই লড়াইয়ের জয়ী খেলোয়াড়ই উঠবেন ফাইনালে, যেখানে নির্ধারিত হবে স্বর্ণ ও রৌপ্য পদকপ্রাপ্তদের নাম।
লরা আকরাম পাকিস্তানের জাতীয় চ্যাম্পিয়নও বটে। সর্বশেষ করাচিতে অনুষ্ঠিত জাতীয় প্রতিযোগিতায় তিনি শিরোপা জিতেছিলেন। পাকিস্তান বক্সিং ফেডারেশনের তথ্যমতে, তিনি দ্বৈত নাগরিক, যুক্তরাজ্য ও পাকিস্তানের। তবে আন্তর্জাতিক পর্যায়ে তিনি পাকিস্তানের প্রতিনিধিত্ব করার সিদ্ধান্ত নিয়েছেন।
উল্লেখযোগ্য যে, এর আগে কেবল নোমান করিম ২০০৩ সালে বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক জিতেছিলেন।
বিশ্ব বক্সিং চ্যালেঞ্জের পর লরা আকরাম অংশ নেবেন কাজাখস্তানের আস্তানায় ৩০ জুন থেকে ৬ জুলাই পর্যন্ত চলবে বিশ্ব বক্সিং কাপ। সেখান থেকে তিনি যাবেন লিভারপুলে, ২০২৫ সালের বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশ নিতে।