বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী নিজের পদত্যাগের খবরকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, তিনি এনসিপির সাথেই আছেন এবং সরকার গঠন না হওয়া পর্যন্ত দলের সাথেই থাকবেন।
শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “আমি কোথাও পদত্যাগের কথা বলিনি। এই ধরনের খবর সম্পূর্ণ ভিত্তিহীন। কিছু মানুষ গুজব ছড়িয়ে বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করছে।”
নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, “অনেকে অনুসন্ধানী সাংবাদিকতার নামে ভুল জায়গায় মিসাইল ছুঁড়ে থাকে। কিন্তু প্রকৃত অনুসন্ধানী সাংবাদিকতা হওয়া উচিত দেশের দুর্নীতি, প্রশাসনের ব্যর্থতা ও সংস্কার প্রক্রিয়ার ব্যতয় নিয়ে। আগের আমলে যেমন দুর্নীতি ছিল, বর্তমান আমলাতন্ত্রও সেই ধারাবাহিকতা বজায় রেখেছে। সচিবালয় থেকে শুরু করে প্রশাসনের বিভিন্ন স্তরে অনিয়ম চলছে—সেই জায়গাগুলো নিয়ে অনুসন্ধান হওয়া দরকার।”
তিনি বলেন, “রাতের মধ্যে আমার পদত্যাগের মতো খবর ছড়িয়ে দেয়া হচ্ছে—এটা দুঃখজনক। এটা অপসাংবাদিকতারই উদাহরণ। আমাদের উচিত হবে এ ধরনের ভ্রান্ত তথ্য ছড়ানো থেকে বিরত থাকা এবং দায়িত্বশীল সাংবাদিকতা চর্চা করা।”
এ সময় তিনি অভিযোগ করেন, “একটি নির্দিষ্ট ব্যবসায়িক গোষ্ঠী, যাদের নিজস্ব টেলিভিশন চ্যানেল ও সংবাদপত্র রয়েছে, তারা সংবাদকে নিজেদের স্বার্থে ব্যবহার করছে। এর ফলে অনেক সুস্থ সাংবাদিকও অপসাংবাদিকতার শিকার হচ্ছেন।”
নাসীরুদ্দীন পাটওয়ারী দেশজুড়ে সুস্থ রাজনীতি ও দায়িত্বশীল সংবাদমাধ্যম চর্চার আহ্বান জানান।
এর আগে, বৃহস্পতিবার রাতেই কিছু গণমাধ্যমে খবর প্রকাশিত হয় যে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী পদত্যাগপত্র জমা দিয়েছেন। তবে পরে এনসিপি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ওই খবর সম্পূর্ণ গুজব এবং দলের ভেতরে কোনো নেতৃত্ব পরিবর্তনের প্রশ্নই ওঠে না।










