Home Third Lead চাঁদাবাজি ও গডফাদার রাজনীতির বিরুদ্ধে রুখে দাঁড়ান: নাহিদ ইসলাম

চাঁদাবাজি ও গডফাদার রাজনীতির বিরুদ্ধে রুখে দাঁড়ান: নাহিদ ইসলাম

নাহিদ ইসলাম
বিজনেসটুডে২৪ প্রতিনিধি, জামালপুর: জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে গণঅভ্যুত্থান না ঘটলে আপনারা আজকের দিনে দাঁড়িয়ে নির্বাচনের স্বপ্নও দেখতে পারতেন না। তিনি বলেন, যারা এনসিপির বিরুদ্ধে নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্রের অভিযোগ করছেন, তারা যেন ভুলে না যান এনসিপির নেতৃত্বেই ফ্যাসিস্ট শাসনের অবসান ঘটানোর দাবি প্রবল হয়েছে।

সোমবার দুপুরে জামালপুর শহরের ফৌজদারি মোড়ে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন। দেশ গড়তে জুলাই পদযাত্রা নামের এই কর্মসূচিতে অংশ নিতে তমালতলা থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সভাস্থলে গিয়ে শেষ হয়। এতে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

নাহিদ ইসলাম বলেন, আমরা ভোটাধিকার চাই, প্রকাশের অধিকার চাই, আমরা গণতন্ত্র চাই। কিন্তু সেটি যেন আর কোনো ফ্যাসিস্ট সরকারের অধীনে না হয়। শেখ হাসিনার অধীনে নির্বাচন হলে দেশের মানুষকে আরও চার বছর অপেক্ষা করতে হতো। তিনি আরও বলেন, আমরা গণহত্যাসহ রাষ্ট্রীয় সহিংসতার বিচার চাই। আমরা রাষ্ট্রের কাঠামোগত সংস্কার চাই। নির্বাচন চাই, তবে তা হতে হবে জনগণের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে।

তিনি বলেন, গত ১৭ বছর জামালপুরে কেউ স্বাধীনভাবে রাজনীতি করতে পারেনি। এখানকার রাজনীতি ছিল এক গডফাদারের দখলে। আমরা সেই দখলদারিত্ব থেকে জনগণকে মুক্ত করেছি।

নাহিদ ইসলাম অভিযোগ করেন, দেশে একটি চাঁদাবাজির অর্থনীতি গড়ে উঠেছে, যার সঙ্গে কিছু রাজনৈতিক গোষ্ঠী ও তাদের যুব সংগঠনের লোকেরা জড়িত। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন নেতাকর্মীও এ ধরনের কর্মকাণ্ডে জড়িয়ে গেছে। এনসিপির নাম ভাঙিয়ে যারা চাঁদাবাজি করছে, তাদের বিরুদ্ধে আমরা ঘর থেকেই শুদ্ধি অভিযান শুরু করেছি বলে জানান তিনি।

জাতীয় ঐকমত্য কমিশনের উদ্যোগের প্রতি সমর্থন জানিয়ে নাহিদ বলেন, পুলিশ কমিশন গঠনের প্রস্তাব আমরা স্বাগত জানাই। আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে পুলিশ দলীয় নয় বরং জনগণের বন্ধু হয়ে কাজ করবে। নির্বাচন কমিশনও হতে হবে নিরপেক্ষ ও স্বাধীন।

নাহিদ ইসলাম বলেন, আমরা এমন সংস্কার চাই, যেখানে কোনো ব্যক্তির হাতে একক ক্ষমতা থাকবে না। জুলাই সনদের মধ্য দিয়েই নতুন বাংলাদেশের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে হবে। ৫ আগস্টের মধ্যেই সেই ঘোষণা আসা জরুরি।

এই সভায় আরও বক্তব্য দেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, যুগ্ম সদস্য সচিব লুৎফর রহমান, মশিউর রহমান শুভসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।